আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের(WBIDC) তরফ থেকে ইতিমধ্যেই কোম্পানি সেক্রেটারিস পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে WBIDC এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। 
WBIDC Recruitment 2022

WBIDC Recruitment 2022

বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর।  এবার  হাজার কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে রাজ্য সরকারের শিল্প দফতরে(Industrial Department)। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের(WBIDC) তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্যের  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে  রাজ্য শিল্প দফতের অধীনে। আবেদন সহ প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় তথ্য জানতে চটপট দেখে নিন নিম্ন লিখিত প্রতিবেদনটি। WB Govt Job Reqruitment 2022

রাজ্য শিল্প দফতর মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত হওয়া কর্মীকে রাজ্য সরকারের শিল্প দফতরের অধীনে ইডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতায় আধিকারিক পদে নিযুক্ত করা হবে। 
এক্ষেত্রে বেতন বেশ আকর্ষণীয়। রাজ্য সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী আধিকারিক পদে নিযুক্ত কর্মীকে মাসে 79,195 টাকা বেতন দেওয়া হবে। এই বেতনের সঙ্গে বেসিক পে এবং ডি এ সহ যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। 

এক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি অথবা ডাকযোগে নির্দিষ্ট দিন ও সময়ের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে সংশ্লিষ্ট দফতরের অফিসে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা  To The Corporation at WBIDC Ltd. “Protiti, 23 Abanindranath Thakur Sarani, Kolkata-700 017

আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে একটি বায়োডাটা তৈরি করতে হবে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে। এক্ষেত্রে ওই বায়োডাটাতে প্রার্থীর নাম, পিতার নাম, বয়স , শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সংশাপত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর উল্লেখ যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে ওই বায়োডাটায় নিজের সাম্প্রতিক সময়ের ছবি সাঁটাতে হবে নির্দিষ্ট স্থানে। 

পদের নাম - কোম্পানি সেক্রেটারিস (COMPANY SECRETARIES)


শূন্য পদ - ১ টি

এক্ষেত্রে উল্লেখিত পদটি তপশিলি জাতীর প্রার্থীদের জন্য সংরক্ষিত। 

বয়সসীমা-  আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে এছাড়াও প্রাসঙ্গিক কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নিয়োগের ক্ষেত্রে আইন বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। 

নিয়োগের ক্ষেত্রে সর্ব প্রথমে আবেদনপত্র প্রাথমিক ভাবে বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর সফল এবং যোগ্য প্রার্থীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তলিকা তৈরি করা হবে। 

উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ 25/08/2022 পর্যন্ত।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন। 
Click Here to Download

How to Apply for WBIDC Recruitment 2022

ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbidc.com/ এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন
       সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন       
বীরভূম ক্লিক করুন
বাঁকুড়া ক্লিক করুন
হুগলি ক্লিক করুন
হাওড়া ক্লিক করুন
কোলকাতা ক্লিক করুন
জলপাইগুড়ি ক্লিক করুন
দক্ষিণ ২৪ পরগণা ক্লিক করুন
পূর্ব বর্ধমান ক্লিক করুন
পশ্চিম মেদিনীপুর ক্লিক করুন
পুরুলিয়া ক্লিক করুন

আরও পড়ুনঃ

WBIDC Recruitment 2022 – Frequently Asked Questions

WBIDC নিয়োগ 2022-এর জন্য কীভাবে আবেদন করবেন?
WBIDC এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের https://www.wbidc.com/ -এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
WBIDC নিয়োগ 2022 নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
EduTalk with Krishna Sir কি WBIDC এর চাকরির আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir WBIDC Recruitment 2022 এর চাকরির আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।