রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে মাধ্যমিক পাশে নতুন করে ১২ টি গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে। শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম- ভিলেজ পুলিশ।
মোট শূন্যপদ- ১২ টি। (৮ টি থানার মোট ১২ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন করে ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে)।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে। (বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী)।
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে নিজের হাতে এপ্লিকেশন লিখে ও সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংযুক্ত করে নিজের এলাকার নির্দিষ্ট থানায় নথিপত্র জমা করতে হবে। এবং আবেদনকারীকে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
যুক্ত হয়ে আপডেট থাকুন | |
---|---|
Telegram | Join Here |
Join Here | |
Join Here | |
Google News | Follow Us |
Follow Us |
আবেদনপত্র পাঠানোর ঠিকানা– সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, করিমপুর- ১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের করন, গ্ৰাম- শিকারপুর, পোষ্ট- শিকারপুর, থানা- মুরুটিয়া, জেলা- নদীয়া, পিন- ৭৪১১৫৮।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ইচ্ছুক প্রার্থীরা ১৩ আগস্ট মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন।
নিয়োগ স্থান- পুরুলিয়া জেলায় ১৭০ টি গ্ৰাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ করা হয়ে হয়েছিলো। তাদের মধ্যে বর্তমানে ১২ জন চাকরি ছেড়ে অন্যত্র যোগ দিয়েছেন। আর সেই সমস্ত শূন্যপদ পূরণের ক্ষেত্রে পুরুলিয়া জেলার ৮ থানার ১২ টি পঞ্চায়েত এলাকার এই নিয়োগ করা হবে।
নিয়োগ স্থানের বিন্যাস-
১) পুরুলিয়া মফসসল থানার- গংগা, পিদরা ও ডিমডিহা গ্রাম পঞ্চায়েত
২) ঝালদা থানার- কলমা, হেসাহাতু গ্রাম পঞ্চায়েত
৩) আদ্রা থানার- বেকো, আড়রা গ্রাম পঞ্চায়েত
৪) কেন্দা থানার- বিশরি গ্রাম পঞ্চায়েত
৫) আড়ষা থানার- বেলডি গ্রাম পঞ্চায়েত
৬) পুঞ্চা থানার- পুঞ্চা গ্রাম পঞ্চায়েত
৭) সাতুড়ি থানার- গড়শিকা গ্রাম পঞ্চায়েত
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। (সর্বনিম্ন মাধ্যমিক পাশ)
২) পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) শারীরিক সক্ষমতার সার্টিফিকেট।
৬) চাকরি করতে ইচ্ছুক হিসেবে প্রার্থীর আবেদনপত্র।
৭) সঙ্গে মোবাইল নাম্বার দিতে হবে।
সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন | |
বীরভূম | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
কোলকাতা | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box