শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়, এই মর্মে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে ছেলে-মেয়েদের একই সঙ্গে পড়াশোনার ব্যবস্থা করার জন্য পরামর্শ দান করলো রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন। পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে এই প্রথা শুরু করা হবে বলে জানায় রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।
এই পরিবর্তন প্রসঙ্গে কমিশন জানায়, একই সঙ্গে ছেলে-মেয়েদের পঠনপাঠনের ফলে শৈশবকাল থেকেই শিশুদের মনে লিঙ্গ চেতনা তৈরি করা সম্ভব হবে। লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা ও নারীদের বিরুদ্ধে ক্রমাগত ঘটে চলা অপরাধ কমানোর ক্ষেত্রে এই পদক্ষেপ কাজে আসবে বলে দাবি রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের।
এই প্রস্তাব কেরালা রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান ঘোষণা করেন। ঐ রাজ্যের ২৮০ টি ছেলেদের স্কুল ও ১৬৪ টি মেয়েদের স্কুলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তেমনভাবে লক্ষ্য রেখেই পঠনপাঠনের প্রয়োজনীয় কাঠামো তৎসহ শৌচাগার ও অন্যান্য কাঠামো গঠনের কাজ তৎপরতার সঙ্গে শুরু করা হয়েছে। তবে, শুধু সরকারি স্কুল নয় বেসরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box