আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই নতুন গ্রুপ-C (BECIL Group C Recruitment) পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে BECIL এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
BECIL Group-C Recruitment 2022
নোটিশ নম্বরঃ BECIL/MR-Project/1/ICAT/Advt.2022/174
নোটিশ প্রকাশের তারিখঃ 02.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (BECIL Group-C Recruitment Details)
(1) পদের নামঃ সিনিয়র ইঞ্জিনিয়ার (Sr. Engineer Ad Hoc)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 50,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 থেকে 6 বছরের অভিজ্ঞতা সহ B.E. in Mechanicals/ Automobiles পাশ করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 03 টি।
(2) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 50,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 থেকে 6 বছরের অভিজ্ঞতা সহ B.E. in Mechanical/ Automobile/ Industrial Electronics / ENTC পাশ করা থাকতে হবে। এছড়াও Mechanical/Automobiles/ Industrial Electronics/ ENTC এ অভিজ্ঞতা সহ ডিপ্লোমা পাশ করা থাকলেউ আবেদন করতে পারবে।
মোট শূন্যপদঃ 02 টি।
(3) পদের নামঃ ইঞ্জিনিয়ার (Engineer Ad Hoc)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 45,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 বছরের BE/ B.Tech (Mechanical/ Electrical/Electronic) পাশ করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 02 টি।
যুক্ত হয়ে আপডেট থাকুন | |
---|---|
Telegram | Join Here |
Join Here | |
Join Here | |
Google News | Follow Us |
Follow Us |
(4) পদের নামঃ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েট (Engineer Associate)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 45,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 বছরের অভিজ্ঞতা সহ B.Tech in Electronics and Communication Engineering পাশ করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 03 টি।
(5) পদের নামঃ সিনিয়র এক্সিকিউটিভ (Sr. Executive Adhoc)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 40,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 6 বছরের অভিজ্ঞতা সহ BE/B.Tech পাশ করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(6) পদের নামঃ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Senior Technical Assistant)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 বছরের অভিজ্ঞতা সহ B.E./B.Tech in Electronics/Instrumentation/Mechanic পাশ করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 03 টি।
(7) পদের নামঃ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা সহ ITI in Electrical/Electronics পাশ করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(8) পদের নামঃ এক্সিকিউটিভ (Executive Ad Hoc)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 5 বছরের অভিজ্ঞতা সহ Graduate পাশ করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(9) পদের নামঃ ডেক্সটপ ইঞ্জিনিয়ার (Desktop Engineer)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে .25,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Graduate পাশ করা থাকতে হবে এবং IT hardware, software & networking support 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 02 টি।
(10) পদের নামঃ টেস্ট ড্রাইভার (Test Driver)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 20,960 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 বছরের অভিজ্ঞতা সহ Diploma in (Mechanical/ Electrical/ Electronics) পাশ করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 06 টি।
নিয়োগ পদ্ধতিঃ
আবেদনকারীদের নিম্নলিখিত কয়েকটি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
- লিখিত পরীক্ষা।
- কম্পিউটার টেস্ট।
- ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট becil.com এ আবেদন করতে হবে।
- সবার প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- তারপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
- উপরোক্ত সমস্ত পদের জন্য আবেদন ফি হিসেবে জেনারেলদের জন্য 750 টাকা এবং সংরক্ষিত শ্রেণী (SC, ST, EWS, PH) প্রার্থীদের জন্য 450 টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- জন্ম সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- নিজের সিগনেচার।
আবেদন শুরুর তারিখ : 02.08.2022
আবেদন শেষর তারিখ : 22.08.2022
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন।
How to Apply for BECIL Recruitment 2022
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট http://www.becil.com/ এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন | |
বীরভূম | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
কোলকাতা | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
আরও পড়ুনঃ
- সৈনিক স্কুলে নিয়োগ চলছে, মাসিক বেতন 44,900 টাকা
- রাজ্যে মাধ্যমিক পাশে প্রচুর ক্লার্ক ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ
- রাজ্যে মাধ্যমিক পাশে ভিলেজ পুলিশ নিয়োগ
- গার্লস স্কুলে পড়বে বয়েজরাও, জানালো শিশু অধিকার রক্ষা কমিশন
- রাজ্যে 60 হাজার কর্মসংস্থান, রাজ্য সরকার এবং CII এর যৌথ উদ্যোগে হবে চাকরি
- রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৩৫ টি
BECIL Recruitment 2022 – Frequently Asked Questions
BECIL নিয়োগ 2022-এর জন্য কীভাবে আবেদন করবেন?
BECIL এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের http://www.becil.com/ -এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
BECIL নিয়োগ 2022 নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
EduTalk with Krishna Sir কি BECIL এর চাকরির আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir BECIL Recruitment 2022 এর চাকরির আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box