রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। একসাথে ৫ টি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লার্ক, গ্রুপ-ডি সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টোর কিপার, বেঞ্চ ক্লার্ক, নাইট গার্ড, কর্ম বন্ধু সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নাম সই জানা থেকে অষ্টম শ্রেণী পাশ, মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
5 টি বিজ্ঞপ্তির নোটিশ নম্বর দিয়ে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতনক্রম ইত্যাদি বিষয়গুলি পর পর দেওয়া হয়েছে। আপনি যদি এইসব পদে আবেদন করতে চান তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম- কর্ম বন্ধু।
মোট শূন্যপদ- ৪ টি। (UR- 2, SC- 1, ST- 1)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের ক্ষেত্রে কোনরূপ শিক্ষাগত যোগ্যতা লাগবে না, নাম সই জানলে ও শারীরিক দিক দিয়ে ফিট থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন ৩,০০০/- টাকা।
যুক্ত হয়ে আপডেট থাকুন | |
---|---|
Telegram | Join Here |
Join Here | |
Join Here | |
Google News | Follow Us |
Follow Us |
নোটিস নাম্বার- 485/SW-Hug
পদের নাম- বেঞ্চ ক্লার্ক।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ১৪,৭০০/- টাকা।
পদের নাম- LDC Cum Typist
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ১১,৮০০/- টাকা।
পদে নাম- অর্ডারলি।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ৭,০০০/- টাকা।
পদের নাম- নাইট গার্ড।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ৭,০০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ
নোটিস নাম্বার- 487/ SW-Hug
পদের নাম- ক্লার্ক কাম কম্পউন্ডার ।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীতে অবশ্যই মহিলা হতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা।
পদের নাম- জুনিয়র সোশাল ওয়ার্কার।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীতে অবশ্যই মহিলা হতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা।
নোটিস নাম্বার- 486/ SW-Hug
পদের নাম- আয়া।
মোট শূন্যপদ- ৩ টি। (UR- 1, SC- 1, OBC A- 1)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৫০ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা।
চাকরির খবরঃ গ্রামে গ্রামে ভিলেজ পুলিশ নিয়োগ
নোটিস নাম্বার- 484/SW-Hug
পদের নাম- স্টোর কিপার কাম একাউন্টেন্ট।
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন ১৫,৪০০/- টাকা।
পদের নাম- হাউস মাদার।
মোট শূন্যপদ- ২ টি। ( UR-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ১২,১০০/- টাকা।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে তার থেকে অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদনের শুরু ও শেষ তারিখ- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ২৫ জুলাই থেকে ৯ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান- নিয়োগ করা হবে হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে নিয়োগ করা হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
Official Notification-
Notice No- 488/SW-HUG: Click Here
Notice No- 485/SW-HUG: Click Here
Notice No- 487/SW-HUG: Click Here
Notice No- 486/SW-HUG: Click Here
Notice No- 484/SW-HUG: Click Here
সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন | |
বীরভূম | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
কোলকাতা | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box