asha-karmi-recruitment-notification-2022
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। রাজ্যের একটি জেলায় নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম- আশা কর্মী। 
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের বিচারে নিয়োগ করা হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ১৫ জুলাই ২০২২ তারিখ অনুযায়ী। তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে নিচের দেওয়া ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। মুখ বন্ধ খামের উপর লিখতে হবে ‘Application For The Post Of __________ (যে পদে আবেদন করবেন তার নাম)।
যুক্ত হয়ে আপডেট থাকুন
Telegram Join Here
WhatsApp Join Here
FaceBook Join Here
Google News Follow Us
Twitter Follow Us
আবেদনপত্র পাঠানোর ঠিকানা– সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, করিমপুর- ১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের করন, গ্ৰাম- শিকারপুর, পোষ্ট- শিকারপুর, থানা- মুরুটিয়া, জেলা- নদীয়া, পিন- ৭৪১১৫৮।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১২ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৩ টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

অন্যান্য যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগত ভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।
নিয়োগ স্থান- নদীয়া জেলার অন্তর্গত করিমপুর-১ নং ব্লকের হোগলবাড়িয়া এলাকায়। আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) জন্মতারিখের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪) জাতিগত প্রমাণপত্র।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
৬) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।
Official Notification: Download Now
Official Website: Click Here
       সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন       
বীরভূম ক্লিক করুন
বাঁকুড়া ক্লিক করুন
হুগলি ক্লিক করুন
হাওড়া ক্লিক করুন
কোলকাতা ক্লিক করুন
জলপাইগুড়ি ক্লিক করুন
দক্ষিণ ২৪ পরগণা ক্লিক করুন
পূর্ব বর্ধমান ক্লিক করুন
পশ্চিম মেদিনীপুর ক্লিক করুন
পুরুলিয়া ক্লিক করুন