চাকরিপ্রার্থীদের জন্য এক নতুন চাকরির আপডেট। সম্প্রতি মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে সৈনিক স্কুলের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। সৈনিক স্কুলে চাকরির ক্ষেত্রে সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Sainik School Jhansi Teacher Recruitment 2022
(1) পদের নামঃ TGT জেনারেল সায়েন্স রেগুলার (TGT General Science Regular)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 44,900 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো NCERT দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 4 বছরের ইন্টিগ্রেটেড B.Sc/B.Ed কোর্সে কমপক্ষে 50 শতাংশ নম্বর থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
(2) পদের নামঃ TGT হিন্দি রেগুলার (TGT Hindi Regular)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 44,900 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো NCERT দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপর 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্সে কমপক্ষে 50 শতাংশ নম্বর থাকতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 02 টি।
(3) পদের নামঃ TGT ম্যাথ রেগুলার (TGT Math Regular)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 44,900 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো NCERT দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ের ওপর 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্সে কমপক্ষে 50 শতাংশ নম্বর থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
যুক্ত হয়ে আপডেট থাকুন | |
---|---|
Telegram | Join Here |
Join Here | |
Join Here | |
Google News | Follow Us |
Follow Us |
(4) পদের নামঃ TGT সোশ্যাল সায়েন্স রেগুলার (TGT General Science Regular)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 44,900 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো NCERT দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপর 4 বছরের ইন্টিগ্রেটেড B.A/B.Ed কোর্সে কমপক্ষে 50 শতাংশ নম্বর থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকত
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 02 টি।
(5) পদের নামঃ TGT ইংলিশ রেগুলার (TGT English Regular)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 44,900 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো NCERT দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপর 4 বছরের ইন্টিগ্রেটেড B.A/B.Ed কোর্সে কমপক্ষে 50 শতাংশ নম্বর থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
(6) পদের নামঃ TGT সংস্কৃত রেগুলার (TGT General Science Regular)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 44,900 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো NCERT দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপর 4 বছরের ইন্টিগ্রেটেড কমপক্ষে 50 শতাংশ নম্বর থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
(7) পদের নামঃ আর্ট মাস্টার (Art Master)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফাইন আর্টস বা ড্রয়িং বা পেইন্টিং বিষয়ে কমপক্ষে 4 বছরের ডিপ্লোমা কিংবা মাস্টার্স ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
(8) পদের নামঃ মিউজিক টিচার (Music Teacher)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 28,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং মিউজিক বিষয়ে ডিপ্লোমা বা গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এছাড়াও ইংলিশ, হিন্দি ও অন্যান্য ভাষায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
(9) পদের নামঃ লাইব্রেরিয়ান (Librarian)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সায়েন্সে ডিপ্লোমা বা গ্রেজুয়েশন পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
(10) পদের নামঃ ল্যাব এসিস্ট্যান্ট বায়োলজি (Lab Assistant Biology)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা গ্রেজুয়েশন পশ করে থাকতে হবে
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, প্র্যাকটিকাল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদের চাকরির জন্য নিয়োগ করা হবে।
নিয়োগের স্থানঃ
SAINIK SCHOOL JHANSI (সৈনিক স্কুল ঝাসি)
আবেদন পদ্ধতিঃ
(1) ওপরের সমস্ত পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
(2) নিচে দেওয়া লিঙ্ক থেকে প্রথমে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে।
(3) নোটিশের সাথে দেওয়া আবেদনপত্রটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে।
(4) প্রিন্ট করার পর আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
(5) উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
(6) সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।
(7) খামের উপর লিখতে হবে- APPLICATION FOR THE POST OF “ ” .
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
- বসবাসের প্রমাণপত্র।
- অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Shankargarh, Bhagwantapura, Jhansi – 284127
আবেদন ফিঃ
আবেদন করার জন্য 500 টাকা জমা করতে হবে। SC, ST শ্রেণীদের জন্য 250 টাকার আবেদন ফি জমা করতে হবে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
আবেদন শুরুর তারিখ : 24.07.2022
আবেদন শেষর তারিখ : 22.08.2022
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন।
How to Apply for Indian Post Recruitment 2022
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.sainikschooljhansi.com/ এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন | |
বীরভূম | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
কোলকাতা | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box