সকল বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কর্মসংস্থানের সুন্দর একটি আপডেট। রাজ্যে মোট 60 হাজার কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে।
রাজ্যের বিভিন্ন বেসরকারি শিল্পক্ষেত্রে হবে এই নিয়োগ। তবে চাকরিপ্রার্থীদের কাজের উপযুক্ত করতে আগে থেকে প্রশিক্ষনের ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার।
CII এবং রাজ্যের শ্রম দপ্তরের মধ্যে চুক্তি
The Confederation of Indian Industry (CII) এবং পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের মধ্যে একটি চুক্তি হয়েছে।
প্রথমে CII অর্থাৎ The Confederation of Indian Industry কি- তা আপনাদেরকে জানিয়ে দিই। CII হচ্ছে একটি সংস্থা যেখানে দেশের প্রায় ৩ লক্ষ ছোটো এবং বড়ো কোম্পানি বা সংস্থা গুলি নথিভুক্ত রয়েছে। ঐ সমস্ত কোম্পানি বা সংস্থা গুলিতে প্রত্যেক বছর কর্মচারির (Employee) দরকার হয়। আর এই নিয়োগ করা হয় CII এর মাধ্যমে। এজন্য এটাকেই সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার।
রাজ্যের ১৫ টি এক্সচেঞ্জ অফিসে প্রশিক্ষণ
৪ মাস মতো আগে The Confederation of Indian Industry (CII) নবান্নে এই কর্মমূখী প্রশিক্ষনের ব্যবস্থা করার জন্য একটি প্রস্তাব পেশ করেছিল। রাজ্য সরকার এই প্রস্তাবে সম্মতি দিয়ে CII এর সাথে যৌথ উদ্যোগে রাজ্যের বেকার ছেলে এবং মেয়ে চাকরিপ্রার্থীদের জন্য প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মোট ১৫ টি এক্সচেঞ্জ অফিসে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য চাকরিপ্রার্থীদের তাদের যোগ্যতা অনুযায়ী এই প্রশিক্ষন নেওয়ার জন্য আবেদন করতে হবে।
৬০ হাজার চাকরি তিন বছরে
আগামী তিন বছরের মধ্যে পশ্চিমবঙ্গে মোট ৬০ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। যদিও এই গুরুদায়িত্ব পালন করবে কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ (CII)।
প্রথম বছরে ১৫ হাজার প্রার্থীকে, দ্বিতীয় বছরে ২০ হাজার প্রার্থীকে এবং তৃতীয় বছরে ২৫ হাজার প্রার্থীকে চাকরি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
খুব শীঘ্রই এই কর্মমূখী প্রশিক্ষণ শুরু হতে চলেছে এমনটাই জানা গিয়েছে। এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা আমাদের https://edutalkwithkrishnasir.blogspot.com/ ওয়েবসাইটের মাধ্যমে প্রশিক্ষনের জন্য ইচ্ছুক প্রার্থীদের আপডেট করে জানিয়ে দেবো।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box