আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে Office of the Sub-Divisional Officer তরফ থেকে ইতিমধ্যেই আশাকর্মী পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে Office of the Sub-Divisional Officer এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কর্মসংস্থান এখনকার দিনে অন্যতম বড় সমস্যা। সম্মানজনক চাকরি জন্য অসংখ্য যুবক-যুবতী প্রতিনিয়ত চেষ্টা করছেন। মহিলা চাকরি প্রার্থীদের জন্য এবার বড় সুযোগ, রাজ্যের একটি জেলায় আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুলিয়া জেলায় আশাকর্মী পদে মোট ২৭ জনকে নিয়োগ করা হবে। জেলার বিভিন্ন ব্লকে হবে এই নিয়োগ। ৭ সেপ্টেম্বর বিকেল ৩টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। শুধুমাত্র এই জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন।
পদের নাম: আশাকর্মী
মোট শূন্যপদ: ২৭
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করা যাবে।
বয়স: আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র বিধবা, বিবাহিতা অথবা বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি যোগ করার পর বিডিও অফিসে জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি: মাধ্যমিকের নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বেছে নেওয়া হবে।
প্রয়োজনীয় নথি: ১) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৩) প্রার্থীর বয়সের প্রমাণপত্র ৪) প্রার্থীয় জাতিগত শংসাপত্র ৫) সাম্প্রতিক তোলা ও সই করা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। ৬) ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি ৭) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন।
How to Apply for SDO Recruitment 2022
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট http://purulia.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন | |
বীরভূম | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
কোলকাতা | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
আরও পড়ুনঃ
- WBIDC Recruitment 2022: রাজ্য সরকারের শিল্প দফতরে নিয়োগ চলছে, মাসিক বেতন 79,000 টাকা
- BECIL Recruitment 2022: কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকে নিয়োগ চলছে, প্রচুর শূন্যপদে নিয়োগ
- সৈনিক স্কুলে নিয়োগ চলছে, মাসিক বেতন 44,900 টাকা
- রাজ্যে মাধ্যমিক পাশে প্রচুর ক্লার্ক ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ
- রাজ্যে মাধ্যমিক পাশে ভিলেজ পুলিশ নিয়োগ
- গার্লস স্কুলে পড়বে বয়েজরাও, জানালো শিশু অধিকার রক্ষা কমিশন
SDO Office Recruitment 2022 – Frequently Asked Questions
SDO Office নিয়োগ 2022-এর জন্য কীভাবে আবেদন করবেন?
SDO Office এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের http://purulia.gov.in/ -এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
SDO Office নিয়োগ 2022 নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
EduTalk with Krishna Sir কি SDO Office এর চাকরির আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir SDO Office Recruitment 2022 এর চাকরির আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box