আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে ITBP তরফ থেকে ইতিমধ্যেই কনস্টেবল পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে ITBP এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ITBP Recruitment 2022
আপনি যদি মাধ্যমিক বা ১০ম শ্রেণি পাস হন এবং আপনার যদি দেশের সুরক্ষায় কাজ করার ইচ্ছে থাকে, তাহলে এই খবরটি আপনার জন্য। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP) কনস্টেবল পদের জন্য যোগ্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাইছে। এই পদের জন্য দশম শ্রেণি পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এই নিয়োগে মোট ১০৮টি শূন্যপদে কনস্টেবল নেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ITBP-এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in-এ গিয়ে আবেদন করতে হবে।

ITBP কনস্টেবল নিয়োগ ২০২২: শূন্যপদ বিবরণ
ITBP দ্বারা এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে, ১০৮টি শূন্যপদের মধ্যে কনস্টেবল (কার্পেন্টার) এর পদে ৫৬টি, কনস্টেবলের (ম্যাসন) পদে ৩১টি এবং কনস্টেবল (প্লাম্বার) পদে ২১টি আসন পূরণ করা হবে।

ITBP কনস্টেবল নিয়োগ ২০২২: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ১০তম শ্রেণি পাস হতে হবে। এছাড়াও, প্রার্থীকে কার্পেন্টার/প্লাম্বার ট্রেডে এক বছরের প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
ITBP কনস্টেবল নিয়োগ ২০২২: বয়স সীমা
এই নিয়োগ ড্রাইভের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। একই সময়ে, সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নির্দেশিকা অনুযায়ী বয়সের ঊর্ধ্ব সীমাতে ছাড় পাবেন।

ITBP কনস্টেবল নিয়োগ ২০২২: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের শারীরিক দক্ষতা পরীক্ষা, শারীরিক মান পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে কনস্টেবল পদের জন্য নির্বাচন করা হবে। এই নিয়োগ ড্রাইভ সম্পর্কিত আরও তথ্যের জন্য, আবেদনকারীরা অফিসিয়াল সাইটের সাহায্য নিতে পারেন।

ITBP কনস্টেবল নিয়োগ ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ - ১৯ অগাস্ট ২০২২।
আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ - ১৭ সেপ্টেম্বর ২০২২।

আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে অবশ্যই ভালো করে পড়ে নিন। 
Click Here to Download

How to Apply for ITBP Recruitment 2022

ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন
       সমস্ত জেলার চাকরির আপডেট দেখুন       
বীরভূম ক্লিক করুন
বাঁকুড়া ক্লিক করুন
হুগলি ক্লিক করুন
হাওড়া ক্লিক করুন
কোলকাতা ক্লিক করুন
জলপাইগুড়ি ক্লিক করুন
দক্ষিণ ২৪ পরগণা ক্লিক করুন
পূর্ব বর্ধমান ক্লিক করুন
পশ্চিম মেদিনীপুর ক্লিক করুন
পুরুলিয়া ক্লিক করুন

আরও পড়ুনঃ

ITBP Recruitment 2022 – Frequently Asked Questions

ITBP নিয়োগ 2022-এর জন্য কীভাবে আবেদন করবেন?
ITBP এ উপরিউক্ত পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের recruitment.itbpolice.nic.in -এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
ITBP নিয়োগ 2022 নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং Interview এর মাধ্যমে নির্বাচন করা হবে।
EduTalk with Krishna Sir কি ITBP এর চাকরির আপডেট প্রদান করে?
হ্যাঁ, EduTalk with Krishna Sir ITBP Recruitment 2022 এর চাকরির আপডেট প্রদান করে।
আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।