রাজ্যে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) এবং সিনিয়র রিসার্চ ফেলো (SRF) নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের ‘State Council of Science and Technology Department of Science and Technology and Biotechnology’ এর তরফ থেকে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা,এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
JRF and SRF Recruitment 2022

JRF and SRF Recruitment 2022

Post Name (পদের নাম)

  1. জুনিয়র রিসার্চ ফেলো (JRF)
  2. সিনিয়র রিসার্চ ফেলো (SRF)

Total vacancies (শূন্যপদ)

  1. জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে মোট ১৫টি শূন্যপদ নিয়োগ করা হবে।
  2. সিনিয়র রিসার্চ ফেলো (SRF) পদে মোট ১৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। 
অর্থাৎ মোট ৩৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

Salary (বেতন কত)

  1. জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদের জন্য মাসিক ২৫,০০০ টাকা করে দেওয়া হবে।
  2. সিনিয়র রিসার্চ ফেলো (SRF) পদের জন্য মাসিক ৩০,০০০ টাকা করে দেওয়া হবে।

Angel Broking

Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে আবেদন করার জন্য জেনারেলদের ক্ষেত্রে ৫৫% এবং SC/ST দের ক্ষেত্রে ৫০% নম্বর পেয়ে Forestry / Geology / Geography / Environmental Science / Remote Sensing & GIS- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে মাস্টার্স ডিগ্রি করা থাকতে হবে।  

সিনিয়র রিসার্চ ফেলো (SRF) পদে আবেদন করার জন্য জেনারেলদের ক্ষেত্রে ৫৫% এবং SC/ST দের ক্ষেত্রে ৫০% নম্বর পেয়ে Forestry / Geology / Geography / Environmental Science / Remote Sensing & GIS- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে মাস্টার্স ডিগ্রি করা থাকতে হবে।

Age Limit (বয়সসীমা)

জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ০১/০১/২০২২ তারিখ হিসাবে ৩০ বছরের কম হতে হবে। SC/ ST শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

সিনিয়র রিসার্চ ফেলো (SRF) পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ০১/০১/২০২২ তারিখ হিসাবে ৩৫ বছরের কম হতে হবে। SC/ ST শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

Selection Procedure (নির্বাচন পদ্ধতি)

আবেদনকারীদের অ্যাপ্লিকেশন গুলি স্ক্রুটিনি করা হবে। তারপর যেসব প্রার্থীদের শর্টলিস্টে নাম থাকাবে সেই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়রে সময় এবং স্থান ইমেলের মাধ্যমে আবেদনকারীকে জানানো হবে। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ইমেলের মাধ্যমে। আবেদনকারীকে প্রথমে www.vigyansathi.in অথবা www.dstbt.bangla.gov.in এই ওয়েবসাইট থেকে আবেদন করার ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। আপনাদের সুবিধার্থে আবেদন ফর্মটি নিচে দেওয়া হলো। ফর্ম প্রিন্ট করা হলে সেটি সঠিকভাবে পূরন করতে হবে। ফর্মের সাথে দরকারি সমস্ত ডকুমেন্টগুলি একসঙ্গে নিয়ে স্ক্যান করে একটি পিডিএফ (PDF) ফাইল বানাতে হবে। ঐ পিডিএফ টিকে একটি ইমেলে পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্রের পিডিএফ পাঠানোর ইমেল - 2022drsr@gmail.com

আবেদনের শেষ তারিখ-  ০৭ মার্চ ২০২২

west bengal job
Official Notice: Download Now
Application Form: Download Now
Daily Job Update: Click Here
Recent Posts
 রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
 মাধ্যমিক পাশে রেশম বন্ধুতে সরাসরি ইন্টারভিউয়ের মাদ্ধমে কর্মী নিয়োগ।
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 ভারতের ইস্ট কোস্ট রেলে কর্মী নিয়োগ
 রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলে নিয়োগ।
 Udemy Paid Courses for Free with Certificate
 Contractual Teacher পদে নিয়োগ, ইন্টারভিউয়ের মাদ্ধমে নিয়োগ।
 Indian Navy-তে কর্মী নিয়োগ, ১৫৩১ টি শূন্যপদ।
 ডিপ্লোমা পাশে ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ।
 মাধ্যমিক পাশে রেশম বন্ধুতে কর্মী নিয়োগ।
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রায় সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রীতিমতো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।