Indian Navy-তে কর্মী নিয়োগ, ১৫৩১ টি শূন্যপদ।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে গ্রুপ-সি সহ আরও বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৫০০ -এর বেশি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

Indian Navy Group- C Recruitment 2022

Post Name (পদের নাম)

ইলেকট্রিক্যাল ফিটার, ইলেকট্রো প্লাটার, ইঞ্জিন ফিটার, ফাউন্ড্রি, প্যাটার্ন মেকার, ICE ফিটার, ইন্সট্রুমেন্ট ফিটার, মাচিনিস্ট, মিলরাইট ফিটার, প্লাটার, শীত মেটাল, পাইপ ফিটার, টেলার, ওয়েল্ডার, রেডার ফিটার, রেডিও ফিটার, রিগার, শিপরাইট, ব্ল্যাক স্মিথ, বোলার মেকার, সিভিল ওয়ার্কস, কম্পিউটার ফিটার, ইলেকট্রনিক ফিটার, মেশিনারি কন্ট্রোল ফিটার, হট ইনসুলেটর, ICE ফিটার ক্রেন।

Total vacancies (শূন্যপদ)

মোট ১৫৩১ টি রয়েছে। (SC- ২১৫ টি, ST- ৯৩ টি, OBC- ৩৮৫ টি, EWS- ১৪১ টি, UR- ৬৯৭ টি)

Salary (বেতন)

পে স্কেল - লেভেল-২ (১৯৯০০ থেকে ৬৩২০০ টাকা)

west bengal job

Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসেশিপের ট্রেনিং সম্পূর্ণ করতে হবে।

Age Relaxation (বয়স সীমা)

উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। নিচে বিস্তারিত দেখে নিন।

Indian Navy - Age Relaxation

Application Procedure (আবেদন পদ্ধতি)

আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। আবেদন করার আগে স্ক্যান করা প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।

Last date of application (আবেদনের শেষ তারিখ)

এম্প্লয়মেন্ট নিউজ পেপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ২৮ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

আবেদন করুন- এখানে ক্লিক করে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি- ডাউনলোড করুন
Recent Posts
 ডিপ্লোমা পাশে ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ।
 মাধ্যমিক পাশে রেশম বন্ধুতে কর্মী নিয়োগ।
 RBI-তে কর্মী নিয়োগ, ৯৫০ টি শূন্যপদ।
 ইন্ডিয়ান পোষ্টে নিয়োগের বিজ্ঞপ্তি, ৬৩হাজার টাকা পর্যন্ত বেতন।
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 ডিপ্লোমা পশে 285টি Junior Engineers পদে নিয়োগ।
 মাধ্যমিক পশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, প্রচুর শূন্যপদ।
 Udemy Paid Courses for Free with Certificate
 বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ।
 Radical Technologies -তে কর্মী নিয়োগ।
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রায় সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রীতিমতো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।

Frequently Asked Questions (FAQ)

Q 1. What is the qualification Indian Navy?

Candidates should have a total of 60% marks in the 10th and 12th classes and a minimum of 60% marks in English in the 10th or 12th class. (b) Professional Qualifications (Not Compulsory) Valid and current CPL issued by DGCA (India

Q 2. How do I apply for the Navy?

  1. Visit the official site of the Indian Navy above joinindiannavy.gov.in.
  2. Click on the candidate login link available on the home page.
  3. Enter the login details and click submit.
  4. Fill out the application form and pay the application fee.
  5. When done, click Submit.

Q 3. What is the age limit to join the Navy?

The age limit should be between 18 to 25 years.