RBI Assistant Recruitment 2022

গোটা দেশজুড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরীক্ষা হবে বাংলা ভাষায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
 

RBI Assistant Recruitment 2022

Post Name (পদের নাম)

অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ- সি)।

Total vacancies (শূন্যপদ)

অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মোট ৯৫০ টি শূন্যপদ রয়েছে। (SC- ১৫১ টি, ST- ১২৩ টি, OBC- ১৪৬ টি, EWS- ৯০ টি, GEN- ৪৪০ টি)।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখাগুলিতে কর্মী নিয়োগ করা হবে। কোথায় কত শূন্যপদ তা নিচে দেওয়া হল- কলকাতা- ২৬ টি, আমেদাবাদ- ৩৫ টি, ব্যাঙ্গালোর- ৭৪ টি, ভূপাল- ৩১ টি, ভুবনেশ্বর- ৩১ টি, চন্ডিগড়- ৭৮ টি, চেন্নাই- ৬৬ টি, গোয়াহাটি- ৩২ টি, হায়দ্রাবাদ- ৪০ টি, জয়পুর- ৪৮টি, জম্মু- ১২ টি, কানপুর এবং লখনৌ- ১৩১ টি, মুম্বাই- ১২৮ টি, নাগপুর- ৫৬ টি, নিউ দিল্লি- ৭৫ টি, পাটনা- ৩৩ টি, তিরুবন্তপুরম এবং কোচি- ৫৪ টি।

What is RBI Assistant salary? (বেতন কত)

অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ- সি) পদের জন্য প্রতি মাসে ২০,৭০০ টাকা করে বেতন দেওয়া হবে।

west bengal job

Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ যেকোনো শাখায় স্নাতক এবং প্রার্থীকে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানতে হবে। এছাড়াও প্রার্থী যে অফিসের জন্য আবেদন করবেন সেই এলাকার স্থানীয় ভাষা জানতে হবে। যেমন পশ্চিমবঙ্গের কলকাতা অফিসের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে।

Age Limit (বয়সসীমা)

০১/০২/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০২/০২/১৯৯৪ থেকে ০১/০২/২০০২ এর মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

Test Center (পরীক্ষার কেন্দ্র)

প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষা কেন্দ্র গুলি হল- আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যানী, কলকাতা, শিলিগুড়ি। মেন পরীক্ষার কেন্দ্র গুলি হল- আসানসোল, গ্রেটার কলকাতা, কলকাতা, শিলিগুড়ি।

Application fees (আবেদন ফি)

SC/ ST/ PWD/ EXS এই প্রার্থীদের ক্ষেত্রে ইন্টিমেশন চার্জ বাবদ ৫০ টাকা ধার্য করা হয়েছে এবং বাকি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ও ইন্টিমেশন চার্জ বাবদ ৪৫০ টাকা ধার্য করা হয়েছে।

RBI Assistant Selection Procedure (নির্বাচন পদ্ধতি)

এক্ষেত্রে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। এছাড়াও LPT (Language Proficiency Test) টেস্ট নেওয়া হবে।

How to apply rbi assistant 2022? (আবেদন পদ্ধতি)

উপযুক্ত ও যোগ্য প্রাথীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিজস্ব ওয়েবসাইটে www.rbi.org.in গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Starting Date of Apply (আবেদন শুরুর তারিখ)

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পদ্ধতি ১৭ই ফেব্রুয়ারী ২০২২ তারিখ থেকে শুরু হয়ে গেছে। 

Closing Date of Apply (আবেদন শেষের তারিখ)

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পদ্ধতি ৮ই মার্চ ২০২২ তারিখ শেষ হবে।

আবেদন লিংক- এখানে ক্লিক করুন

অফিসিয়াল বিজ্ঞপ্তি- ডাউনলোড করুন
Recent Posts
 ইন্ডিয়ান পোষ্টে নিয়োগের বিজ্ঞপ্তি, ৬৩হাজার টাকা পর্যন্ত বেতন।
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 ডিপ্লোমা পশে 285টি Junior Engineers পদে নিয়োগ।
 মাধ্যমিক পশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, প্রচুর শূন্যপদ।
 Udemy Paid Courses for Free with Certificate
 বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ।
 Radical Technologies -তে কর্মী নিয়োগ।
 Electronic Arts -তে কর্মী নিয়োগ
 মাধ্যমিক পাশে কলেজে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ।
 রাজ্যের কলেজে গ্রূপ-সি কর্মী নিয়োগ
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রায় সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রীতিমতো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।

Frequently Asked Questions on RBI Assistant

Q 1. What is the qualification for RBI Assistant?
Ans. Graduates and candidates in any branch with at least 50 percent marks should know the work of word processing on a computer. Candidates must also know the local language of the area for which they are applying. For example, to apply for the Kolkata office in West Bengal, the candidate has to know the Bengali or Nepali language.

Q 2. Is there an opportunity to increase your career as an assistant in RBI?
Ans. Yes, the RBI conducts regular break interviews and internal examinations to promote employees to higher positions. RBI assistants are also eligible for promotion after years of experience.

Q 3. What is the basic pay of an RBI Assistant?
Ans. The salary for the post of Assistant (Group-C) at the Reserve Bank of India will be Rs. 20,600 per month.

Q 4. How can I get RBI Assistant job?
Ans. Applications for the post of Assistant will be accepted online only through the Reserve Bank of India's website www.rbi.org.in. No other mode is available for submission of application. The Reserve Bank of India (RBI) has invited applications from eligible Indian nationals for the post of "Assistant".