ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল(EAST COAST RAILWAY - BHUBANESWAR), ভুবনেশ্বর -এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই পদগুলিতে প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাওয়ার ব্যবস্থা রয়েছে। কোথায় কত শূন্যপদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। RAILWAY RECRUITMENT CELL (RRC) Recruitment 2022
ইস্ট কোস্ট রেলওয়ে EAST COAST RAILWAY ( RRC BHUBANESWAR) বিভাগের বিভিন্ন ইউনিটে অ্যাপ্রেন্টিস(ACT APPRENTICE) পদে নিয়োগ করা হবে। যেসব ট্রেড এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, রেফ্রিজারেশন, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেইন্টার, মেকানিক, পাম্বলার, টার্নার, ম্যাশন ইত্যাদি।
মোট শূন্যপদের সংখ্যা- ৭৫৬ টি। যেসব ডিভিশনে নিয়োগ করা হবে সেগুলি হল-
ক্যারিজ রিপেয়ার ওয়ার্কশপ- ১৯০ টি শূন্যপদ।
খুড়দা রোড ডিভিশন- ২৩৭ টি শূন্যপদ।
Waltair ডিভিশন- ২৬৩ টি শূন্যপদ।
সম্বলপুর ডিভিশন- ৬৬ টি শূন্যপদ।
বয়স সীমা- এই পদগুলিতে আবেদন করার জন্য ৭ মার্চ, ২০২২ তারিখের হিসাবে আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীভূক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পাবেন।
বেতন- অ্যাপ্রেন্টিস নিয়োগের নিয়ম অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- এক্ষত্রে আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ করে থাকতে হবে। মাধ্যমিকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। সঙ্গে আবেদনকারী উপরিউক্ত ট্রেড গুলির মধ্যে যে ট্রেডে আবেদন করবেন, সেই ট্রেডে আইটিআই(ITI) কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। অনলাইনে আবেদন করার লিংক নিচে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা সরাসরি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। RRC Recruitment 2022
আবেদন ফি- অনলাইনে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দিতে পারবেন সরাসরি অনলাইনে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৭ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত।
অফিসিয়াল বিজ্ঞপ্তি- ডাউনলোড করুন।
আবেদন লিংক- রেজিস্ট্রেশন
Recent Posts
◐ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ। | |
◐ Radical Technologies -তে কর্মী নিয়োগ। | |
◐ Electronic Arts -তে কর্মী নিয়োগ | |
◐ মাধ্যমিক পাশে কলেজে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ। | |
◐ রাজ্যের কলেজে গ্রূপ-সি কর্মী নিয়োগ | |
◐ ডিপ্লোমা পশে TCIL তে Apprentices নিয়োগ। | |
◐ WhatsApp Group Link 2021-22: Free Job Alerts | |
◐ ডিপ্লোমা পশে 285টি Junior Engineers পদে নিয়োগ। | |
◐ ডিপ্লোমা পাশেই NHPC Limited-তে Junior Engineers পদে নিয়োগ। | |
◐ Udemy Paid Courses for Free with Certificate |
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রায় সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রীতিমতো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box