রাজ্যের সরকার অনুমোদিত কলেজে নন টিচিং স্টাফ (গ্রুপ সি) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর কলেজে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে নিম্মে বিশদে আলোচনা করা হলো। Accountant Recruitment 2022
Government job vacancies - রাজ্যের কলেজে গ্রূপ-সি কর্মী নিয়োগ।
পদের নাম- একাউন্টেন্ট ( Accountant )
মোট শূন্যপদ- এই পদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে যেকোন সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করলেই আবেদন করতে পারবেন।
বয়স হতে হবে- প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। SC/ ST/ PH প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৪৫ বছর। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে। সবক্ষেত্রেই বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে।
বেতন- অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া- এই পদে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। বারুইপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিংক নিচে দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন ফি- অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ জমা দিতে ৩০০ টাকা। তপশিলি জাতি/ তপশিলি উপজাতি/ ওবিসি শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ
Recent Posts
◐ ডিপ্লোমা পশে TCIL তে Apprentices নিয়োগ। | |
◐ WhatsApp Group Link 2021-22: Free Job Alerts | |
◐ ডিপ্লোমা পশে 285টি Junior Engineers পদে নিয়োগ। | |
◐ ডিপ্লোমা পাশেই NHPC Limited-তে Junior Engineers পদে নিয়োগ। | |
◐ Udemy Paid Courses for Free with Certificate | |
◐ উচ্চমাধ্যমিক পাশেই সরকারি অফিসে ক্লার্ক নিয়োগ। | |
◐ উচ্চমাধ্যমিক পাশেই Eastern Coalfields Limited এ নিয়োগ। | |
◐ ডিপ্লোমা পাশেই জুনিয়ার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ | |
◐ অষ্টম শ্রেণী পাশেই রাজ্যে গ্রুপ-ডি এর মাদ্ধমে কর্মী নিয়োগ। | |
◐ দুর্গাপুর স্টিল প্লান্টে কর্মী নিয়োগ |
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রাই সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রিতিমতো আমাদের ওয়েবসাইটকে ও অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box