West Bengal Group-D Recruitment 2022

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের ডেভেলপমেন্ট অথরিটিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত হতে হবে, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন। West Bengal Group-D Recruitment 2022.
পদের নাম- গ্রুপ- ডি। 

বয়স সীমা- গ্রুপ- ডি পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে। SC/ ST/ OBC/ Ex- Serviceman/ PWD প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। 

বেতনক্রম- মাসিক বেতন ১৭,০০০/- থেকে ৪৩,৬০০/- টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ৮৫ নম্বরের। প্রশ্ন হবে MCQ টাইপের। প্রশ্নপত্র হবে বাংলা ও ইংরেজি ভাষায়। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কেটে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় যেসব বিষয় গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলো হলো-
১) জেনারেল স্টাডিজ (ইতিহাস, ভূগোল ও ভৌত বিজ্ঞান, বায়ো সাইন্স, এনভায়রনমেন্টাল সাইন্স)- ৪০ নম্বর।
২) বাংলা- ১০ নম্বর।
৩) গণিত (পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি)- ৩৫ নম্বর।

ইন্টারভিউ হবে- যেসব প্রার্থীরা লিখিত পরীক্ষায় পাশ করবেন, কেবল তারাই ইন্টারভিউ তে অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ হবে ১৫ নম্বরের। 

আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। www.coochbehar.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।

আবেদন ফি- SC/ ST/ PWD শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। SC/ ST/ PWD বাদে বাকি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে।

নিয়োগের স্থান- নিয়োগ করা হবে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা ডেভলপমেন্ট অথরিটিতে।
wbjobsupdates
আবেদন পত্র- ডাউনলোড করুন
আবেদন করুন- এখানে ক্লিক করে
Recent Posts
 দুর্গাপুর স্টিল প্লান্টে কর্মী নিয়োগ
 মাধ্যমিক পাশে মেট্রো রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 WBPSC-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
 উচ্চ মাধ্যমিক পাশে ৮ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
 Udemy Paid Courses for Free with Certificate
 বন দপ্তরে কর্মী নিয়োগ
 ভারতের সেন্ট্রাল রেলে কর্মী নিয়োগ, ২৪২২টি শুন্যপদে নিয়োগ
 CISF-এ হেড কনস্টেবল পদে নিয়োগ
 বিডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রাই সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রিতিমতো আমাদের ওয়েবসাইটকে ও অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।