Indian Forest Service Recruitment

ভারতের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বনদপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন -এর মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এটি হলো একটি কেন্দ্রীয় সরকারের চাকরি। যেকোন ভারতীয় নাগরিক এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন। Indian Forest Service Recruitment

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। নেপাল ও ভুটানের বাসিন্দারাও শর্তসাপেক্ষে এই পদে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ- ১৫১টি।

বয়স হতে হবে - Indian Forest Service Recruitment 2022: আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ০১ আগস্ট, ‌ ২০২২ তারিখের হিসেবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা (SC/ ST/ OBC) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- নিম্নলিখিত বিষয়গুলি যেকোন একটিতে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। বিষয় গুলি হল Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics, and Zoology or a Bachelor’s degree in Agriculture, Forestry or in Engineering.

শারীরিক যোগ্যতা- আবেদনকারীকে সুস্বাস্থ্যের অধিকারী ও সক্ষম হতে হবে।


আবেদন পদ্ধতি- এই পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাদ্ধমে। UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে লগইন করে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন ফি- মহিলা প্রার্থী, তপশিলি জাতি, অবশ্যই উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী বাদে অন্যান্যদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। ফি জমা দেওয়া যাবে সরাসরি অনলাইনে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি, ২০২২।

নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।

পরীক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে।

গুরুত্বপূর্ণ লিংক



Recent Posts
 Udemy Paid Courses for Free with Certificate
 ভারতের সেন্ট্রাল রেলে কর্মী নিয়োগ, ২৪২২টি শুন্যপদে নিয়োগ
 CISF-এ হেড কনস্টেবল পদে নিয়োগ
 বিডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
 রাজ্যে ৬ হাজার শূন্যপদে ইন্টার্ন নিয়োগ।
 মাধ্যমিক পাশে কলেজে গ্রূপ-সি ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ
 পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ
 সাব ডিভিশনাল অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রাই সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রিতিমতো আমাদের ওয়েবসাইটকে ও অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।