মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে Clerk, Group D ও Staff পদে নিয়োগের বিজ্ঞপ্তি। 23 জেলা থেকে আবেদন করুন।
WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
West Bengal Jobs Updates JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW
Clerk, Group D ও Staff
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের এক বিরাট সুখবর। এবার ফের রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Clerk, Group ও Medical Staff নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশ থেকে উচ্চ যোগ্যতা পর্যন্ত বিভিন্ন শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতাও লাগবে। পশ্চিমবঙ্গের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে এমনি মহিলা ও পুরুষ যাদের উক্ত পদ গুলিতে আবেদন করার যোগ্যতা রয়েছে তারা সকলে এই পদে আবেদন করতে পারবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শেষ অবধি পড়বেন নিচে শূন্য পদ ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল - 

আবেদন পদ্ধতি : আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্র সরাসরি কিংবা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে নিচে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে। আমরা নিচে আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে ডাউনলোড করে নিবেন। 

নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্নের পরীক্ষা দিতে হবে। এরপর এই পরীক্ষায় পাশ করলে তাদের ইন্টারভিউ বা পরবর্তী প্রক্রিয়ায় ডাকা হবে। পরীক্ষার এডমিট কার্ড, তারিখ, স্থান সব কিছুই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। 

আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন? 
  1. আবেদন পত্রের সঙ্গে নিজের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন
  2. মাধ্যমিকের এডমিট বা বয়সের প্রমাণপত্র 
  3. যে পদে আবেদন করবেন তার সঙ্গে সামঞ্জস্য যোগ্যতার ডকুমেন্টস 
  4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  5. আধার / ভোটের কার্ড 
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে। 
নিচে প্রত্যেক শূন্যপদ ও তার যোগ্যতা উল্লেখ করা হল -

1.স্টাফ নার্স 

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে জেনারেল নার্সিং এ ডিপ্লোমা বা B.SC নার্সিং ডিপ্লোমা করতে হবে। এছাড়াও পোস্ট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার পাবে। 

বয়স : বয়স হতে হবে 30 বছরের মধ্যে। 

2. প্যাথোলজি টেকনিশিয়ান 

শিক্ষাগত যোগ্যতা : সায়েন্স এ উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে 2 বছরের মেডিক্যাল লেবোরেটোরি টেকনিশিয়ান ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবে। এছাড়াও 3 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। 

বয়স : বয়স হতে হবে 30 বছরের মধ্যে। 

3. স্টোর কিপার 
শিক্ষাগত যোগ্যতা : গ্রেজুয়েট ডিগ্রি পাশ করতে হবে সঙ্গে মেটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপ্লোমা করা থাকলে অগ্রাধিকার পাবে। 

বয়স : বয়স হতে হবে 27 বছরের মধ্যে। 

4. লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)

শিক্ষাগত যোগ্যতা : শুধু উচ্চ মাধ্যমিক পাশ এবং সঙ্গে কম্পিউটার টাইপিং স্পিড ইংরেজিতে প্রতি মিনিটে 35 শব্দ অথবা হিন্দি তে 30 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 

বয়স : বয়স হতে হবে 27 বছরের মধ্যে। 
5.ইলেট্রেশিয়ান কাম জেনারেটর অপারেটর 

শিক্ষাগত যোগ্যতা : ইলেক্ট্রনিক জেনারেটর কাজের অভিজ্ঞতা ও ভেলিড লাইসেন্স থাকতে হবে। 

বয়স : বয়স হতে হবে 25 বছরের মধ্যে। 

আবেদন ফী : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে হলে প্রার্থীকে আবেদন ফী হিসেবে 300 টাকা জমা করতে হবে। SC,ST ও PH দের কোনো আবেদন ফী জমা করতে হবে না। আবেদন ফী ডিমান্ড ড্রাফট করতে হবে -National Institute for the Orthopaedically Handicapped। http://www.niohkol.nic.in

আবেদন পাঠানোর ঠিকানা : Director, National Institute for Locomotor Disabilities (Divyangjan), B.T. Road, Bon-Hooghly, Kolkata-700090 ।৷ 
 
আবেদন জমা করার শেষ তারিখ : 06-02-2022 এর মাধ্যে আবেদন ফী জমা করতে হবে। 

আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করুন।


Recent Posts
 Udemy Paid Courses for Free with Certificate
 Online GK Quiz in Bengali | ক্যুইজ পর্ব - ১৬
 ১৫ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 Milton Recruitment 2022 | Trainee | Diploma/ITI/Any Degree
 উচ্চ-মাধ্যমিক পাশেই Axis Bank এ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করলেই চাকরির সুযোগ।
 মাধ্যমিক পাশেই কেন্দ্র সরকারের ডিফেন্সে গ্রুপ-C তে কর্মী নিয়োগ
 Tech Mahindra Recruitment 2022
 Lenskart Recruitment 2022
 ১৪ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স