মাধ্যমিক পাশেই কেন্দ্র সরকারের ডিফেন্সে গ্রুপ-C তে কর্মী নিয়োগ
WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
West Bengal Jobs Updates JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW

যারা কেন্দ্র সরকারের ডিফেন্সে গ্রুপ-C চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকে আরো একটি নতুন আপডেট আছে। ভারতীয় ডিফেন্সে গ্রুপ-সি বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে এতে আবেদন করা যাবে। সেইসাথে এটি অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি হওয়ায় পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরাও আবেদন করতে পারবে। 
মাধ্যমিক পাশেই কেন্দ্র সরকারের ডিফেন্সে গ্রুপ-C তে কর্মী নিয়োগ

আপনি যদি মাধ্যমিক পাশ যোগ্যতায় এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে এইক্ষেত্রে কোন কোন পদ রয়েছে, শুন্যপদের সংখ্যা কয়টি আছে, বেতন কত দেবে, কিভাবে আবেদন করতে হবে জেনে নিন।

পদ গুলির নাম এবং নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk- LDC)

বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা। 

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি শব্দ টাইপ করতে পারতে হবে। 

শুন্যপদ- 27 টি 

(2)  পদের নাম- মডেল মেকার (Model Maker)  

বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা। 

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। মাধ্যমিকে ভুগোল, গনিত এবং ড্রয়িং বিষয় থাকতে হবে। সেইসাথে উক্ত ট্রেডের আই.টি.আই ট্রেনিং থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

শুন্যপদ- 1 টি 

(3) পদের নাম- কার্পেন্টার (Carpenter) 

বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা। 

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থেকে পাওয়া সার্টিফিকেট থাকতে হবে। 

শুন্যপদ- 2 টি  

(4) পদের নাম- রাধুনি (Cook) 

বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা। 

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং ভারতীয় রান্না করতে পারতে হবে। 

শুন্যপদ- 2 টি  

(5) পদের নাম- রেঞ্জ লস্কর (Range Lascar) 

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা। 

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। 

শুন্যপদ- 8 টি  

(6) পদের নাম- ফায়ারম্যান (Fireman)

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা। 

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ফায়ার ফাইটিং এর ট্রেনিং করা থাকতে হবে। 

শুন্যপদ- 1 টি  

(7) পদের নাম- আর্টি লস্কর (Arty Lascar) 

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা। 

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। 

শুন্যপদ- 7 টি  

(8) পদের নাম- বার্বার (Barber)

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা। 

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং উক্ত কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 2 টি  

(9) পদের নাম- ওয়াশারম্যান (Washerman) 

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা। 

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। মিলিটারি পোষাক কাচতে এবং আয়রন করতে পারতে হবে। 

শুন্যপদ- 3 টি 

(10) পদের নাম- MTS 

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।  

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ

শুন্যপদ- 26 টি  

মোট শুন্যপদঃ  107 টি 

বয়সসীমাঃ 

প্রতিটি পদের জন্য আবেদনকারীর বয়স 18 – 25 বছরের মধ্যে হতে হবে। SC, ST দের ক্ষেত্রে বয়স হতে হবে 18 – 30 বছর। OBC দের ক্ষেত্রে হতে হবে 18 – 28 বছর। 

নিয়োগ প্রক্রিয়াঃ 

লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। 

লিখিত পরীক্ষা সিলেবাসঃ

লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে একরকমের সিলেবাস রয়েছে বাকি পদ্গুলির ক্ষেত্রে অন্য রকমের পরীক্ষার সিলেবাস। অফিসিয়াল নোটিশের 4 নম্বর পেজে পরীক্ষার সিলেবাস দেওয়া আছে। নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে পরীক্ষার সিলেবাস দেখে নিন। 

আবেদন প্রক্রিয়াঃ

Step-1 অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে।

Step-2 অফিসিয়াল নোটিশের ৬ নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে। ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।

Step-3 ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। 

Step-4 ফর্ম পূরন করার পর ফর্মের সাথে দরকারি কিছু দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। 

Step-5 আবেদন করার ফর্ম এবং ডকুমেন্ট গুলিকে একসঙ্গে একটি খামে ভরতে হবে। 

Step-6 আবেদনপত্রের ঐ খামটি নিচের ঠিকানায় পাঠাতে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

“The Commandant, Headquarters, Artillery Centre, Nasik Road Camp PIN – 422102”

আবেদনের শেষ তারিখঃ  21.01.2022 


Recent Posts
 Udemy Paid Courses for Free with Certificate
 Vibhava Industries Recruitment 2022
 পশ্চিমবঙ্গের স্কুলে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
 ১৩ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 রাজ্যের পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা থেকে শুরু
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 Schneider Electric Recruitment 2022
 Hitachi Vantara Recruitment 2022