WhatsApp Group | JOIN HERE |
Telegram Channel (2500+ Members) | JOIN HERE |
Telegram Group (2000+ Members) | JOIN HERE |
West Bengal Jobs Updates | JOIN HERE |
Youtube Channel | SUBSCRIBE NOW |
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। এবার রাজ্যের স্কুলে প্রাইমারি, আপার প্রাইমারি ও হাইস্কুলে প্রচুর শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের স্কুলে সরাসরি চাকরি করার বিরাট সুযোগ দিচ্ছে সরকার। কোনো পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ফেব্রুয়ারী মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে স্কুলে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন ও শূন্য পদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন নিচে সবিস্তারে আলোচনা করা হল।
যে যে বিভাগে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে তা নিচে উল্লেখ করা হল -
১. PRT ( Primary Teachers - প্রাইমারি শিক্ষক)
শূন্যপদ :- 2 টি
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রেজুয়েট পাশ সঙ্গে B.ED/D.EL.ED ডিপ্লোমা পাশ করতে হবে সঙ্গে 50 শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও AWES(CSB) স্কোর কার্ড বা CTET/ TET পাশ করলে অগ্রাধিকার পাবে।
2. TGT( Secondary Teacher - মাধ্যমিক শিক্ষক)
যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে : ইংরেজি ও সংস্কৃত।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিষয়ের গ্রেজুয়েট পাশ সঙ্গে B.ED/D.EL.ED ডিপ্লোমা পাশ করতে হবে সঙ্গে 50 শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও AWES(CSB) স্কোর কার্ড বা CTET/ TET পাশ করলে অগ্রাধিকার পাবে।
3.PGT( Higher Secondary - উচ্চ মাধ্যমিক শিক্ষক)
যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে - বায়োটেক,ইকোনমিকস,সাইকোলজি, ফিজিক্স ও শারীরিক শিক্ষা।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিষয়ের গ্রেজুয়েট পাশ সঙ্গে B.ED/D.EL.ED ডিপ্লোমা পাশ করতে হবে সঙ্গে 50 শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও AWES(CSB) স্কোর কার্ড থাকলে অগ্রাধিকার থাকবে। শারীরিক শিক্ষা বিষয়ে কোনো স্কোর কার্ড প্রয়োজন নেই।
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন পত্র তাদের স্কুলে সরাসরি রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে।
আবেদন ফী : প্রার্থীকে আবেদন করতে ডিমান্ড ড্রাফট করে 100 টাকা আবেদন ফী জমা করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :
- মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এর ফটোকপি
- অভিজ্ঞতা সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২২/০১/২০২২ তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক |
Recent Posts
◐ Udemy Paid Courses for Free with Certificate | |
◐ ১৩ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স | |
◐ রাজ্যের পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা থেকে শুরু | |
◐ প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন। | |
◐ Schneider Electric Recruitment 2022 | |
◐ Hitachi Vantara Recruitment 2022 | |
◐ মাধ্যমিক পাশে ৩৮৪৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করুন। | |
◐ মাধ্যমিক পাশেই BDO অফিসে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি। পোস্টিং নিজের ব্লকে। |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box