WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
West Bengal Jobs Updates JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW
Primary Teachers Recruitment 2022

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। এবার রাজ্যের স্কুলে প্রাইমারি, আপার প্রাইমারি ও হাইস্কুলে প্রচুর শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের স্কুলে সরাসরি চাকরি করার বিরাট সুযোগ দিচ্ছে সরকার। কোনো পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ফেব্রুয়ারী মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে স্কুলে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন ও শূন্য পদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন নিচে সবিস্তারে আলোচনা করা হল।
যে যে বিভাগে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে তা নিচে উল্লেখ করা হল - 

১. PRT ( Primary Teachers - প্রাইমারি শিক্ষক) 

শূন্যপদ :- 2 টি 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রেজুয়েট পাশ সঙ্গে B.ED/D.EL.ED ডিপ্লোমা পাশ করতে হবে সঙ্গে 50 শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও AWES(CSB) স্কোর কার্ড বা CTET/ TET পাশ করলে অগ্রাধিকার পাবে। 

2. TGT( Secondary Teacher - মাধ্যমিক শিক্ষক) 

যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে : ইংরেজি ও সংস্কৃত। 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিষয়ের গ্রেজুয়েট পাশ সঙ্গে B.ED/D.EL.ED ডিপ্লোমা পাশ করতে হবে সঙ্গে 50 শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও AWES(CSB) স্কোর কার্ড বা CTET/ TET পাশ করলে অগ্রাধিকার পাবে। 

3.PGT( Higher Secondary - উচ্চ মাধ্যমিক শিক্ষক) 

যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে - বায়োটেক,ইকোনমিকস,সাইকোলজি, ফিজিক্স ও শারীরিক শিক্ষা। 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিষয়ের গ্রেজুয়েট পাশ সঙ্গে B.ED/D.EL.ED ডিপ্লোমা পাশ করতে হবে সঙ্গে 50 শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও AWES(CSB) স্কোর কার্ড থাকলে অগ্রাধিকার থাকবে। শারীরিক শিক্ষা বিষয়ে কোনো স্কোর কার্ড প্রয়োজন নেই। 
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন পত্র তাদের স্কুলে সরাসরি রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। 

আবেদন ফী : প্রার্থীকে আবেদন করতে ডিমান্ড ড্রাফট করে 100 টাকা আবেদন ফী জমা করতে হবে। 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন : 
  1. মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র 
  2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এর ফটোকপি 
  3. অভিজ্ঞতা সার্টিফিকেট
  4. পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে 
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২২/০১/২০২২ তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।
Recent Posts
 Udemy Paid Courses for Free with Certificate
 ১৩ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 রাজ্যের পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা থেকে শুরু
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 Schneider Electric Recruitment 2022
 Hitachi Vantara Recruitment 2022
 মাধ্যমিক পাশে ৩৮৪৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করুন।
 মাধ্যমিক পাশেই BDO অফিসে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি। পোস্টিং নিজের ব্লকে।