WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
West Bengal Jobs Updates JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW
মাধ্যমিক পাশে ৩৮৪৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ। ফের রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন রাজ্যে 3847 জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্র কর্মচারী বীমা কর্পোরেশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোটা দেশে প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা করে এই শূন্যপদ গুলি পূরণের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে যার বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার ও MTS পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক থেকে উচ্চ যোগ্যতার অধিকারী এই পদগুলিতে আবেদন করতে পারবে। নিচে বিস্তারিত আলোচনা করা হল।
নিচে রাজ্য অনুযায়ী কোন রাজ্যে কত শূন্যপদ রয়েছে তা উল্লেখ করা হল -
  1. অন্ধ্রপ্রদেশ -35 টি
  2. বিহার -96 টি
  3. ছত্তিসগড় - 41 টি
  4. দিল্লি - 557 টি 
  5. গোয়া - 26 টি
  6. আমেদাবাদ - 269 টি
  7. জম্মু কাশ্মীর - 9
  8. হরিয়ানা - 185 টি
  9. হিমাচল প্রদেশ -44 টি
  10. ঝাড়খণ্ড - 32 টি
  11. কর্নাটক -282 টি
  12. কেরালা -130 টি
  13. মধ্য প্রদেশ -102 টি
  14. মহারাষ্ট্র -594 টি
  15. উত্তর বিভাগ -18 টি
  16. ওড়িশা -74 টি
  17. পদুচেরি - 14 টি
  18. পাঞ্জাব -188 টি
  19. রাজস্থান -177 টি
  20. তামিলনাড়ু - 385 টি
  21. তেলেঙ্গানা -72 টি
  22. উত্তর প্রদেশ -160 টি
  23. উত্তরাখণ্ড -27 টি
  24. পশ্চিমবঙ্গ -320 টি
মোট শূন্য পদ : 3847 টি

1. UD-Clerk 

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করলে আবেদন করতে পারবে। 

এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। 
মাসিক বেতন : 25500-81100/-

2. স্টেনোগ্রাফার 

শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিং স্পিড খুব ভালো হতে হবে। 

মাসিক বেতন : 25500-81100/-

3. MTS 

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে। 

মাসিক বেতন :18000-56500/-

আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে অনলাইন আবেদন লিঙ্ক দেওয়া হবে। সেখানে ক্লিক করে আবেদন করে নিবেন। www.esic.nic.in

আবেদন ফী : সাধারণ ও ওবিসিদের আবেদন ফী হিসেবে ৫০০ টাকা জমা করতে হবে এবং মহিলা ও অন্যান্য সংরক্ষিতদের জন্য ২৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে। 
 
আবেদন সংক্রান্ত তারিখ সমূহ : আবেদন গ্রহন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ২৮ ডিসেম্বর ২০২১ থেকে আবেদন করতে পারবে ১৫ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

আবেদন করার সময় যে যে ডকুমেন্টস কাছে রাখতে হবে? 
  1. নিজের পাসপোর্ট সাইজের ছবি সহ সাদা কাগজে সই
  2. নিজের শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 
  3. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে) 
  4. আরও অন্যান্য
আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন চেক করুন :

গুরুত্বপূর্ণ লিংক 

▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

▶️ ফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড

অন্যান্য রাজ্যে আবেদন করতে চাইলে সেই রাজ্যের নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। অফিসিয়াল ওয়েবসাইট এ সমস্ত নোটিশ দেওয়া রয়েছে।
Recent Posts
 Udemy Paid Courses for Free with Certificate
 মাধ্যমিক পাশেই BDO অফিসে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি। পোস্টিং নিজের ব্লকে।
 ১২ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 রাজ্যের সমবায় ব্যাংকে গ্রুপ-C নিয়োগ, ২৮ হাজার ৫৩২ টাকা থেকে বেতন শুরু
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 West Bengal ESI বিভাগে নিয়োগ – 40 Critical Care Technician পদে কর্মী নিয়োগ।
 Wipro India Recruitment 2022 | Trainee Engineer
 ১১ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স