WB Co-Operative Bank Recruitment 2022: রাজ্যের সমবায় ব্যাংকে গ্রুপ-C নিয়োগ, ২৮ হাজার ৫৩২ টাকা থেকে বেতন শুরু
WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW

WB Co-Operative Bank Recruitment 2022

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আমরা প্রতিদিনকার মতো আজকেও আরো একটি চাকরির আপডেট নিয়ে হাজির। পশ্চিমবঙ্গের বিভিন্ন সমবায় ব্যাংকে গ্রুপ-C পদে কর্মচারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে রাজ্যের ২৩ টি জেলা থেকেই ছেলে-মেয়ে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবে ‘ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন’। 

এই চাকরির জন্য আপনি কি আবেদন করার কথা ভাবছেন? আচ্ছা তাহলে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিষয়- বিশেষ করে গ্রুপ-C কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, কোন পদে কয়টি শুন্যপদ আছে ইত্যাদি। সেইসাথে সম্পুর্ণ আবেদন প্রক্রিয়াও আমরা আপনাকে আজ জানাবো। 

WB Co-Operative Bank Group C Recruitment 2022

নোটিশ নম্বরঃ  01/2021 

আবেদনের মাধ্যমঃ  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদ সংক্রান্ত খুটিনাটি তথ্য (Post Details)

বেতন- প্রতি মাসে 68 হাজার 703 টাকা 

শিক্ষাগত যোগ্যতা- 50% নম্বর সহ গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ (BCK) থাকতে হবে। 

শুন্যপদ- 2 (SC-1, OBC-1)

(2) পদের নাম- Grade –II Scale -I 

বেতন- প্রতি মাসে 51 হাজার 652 টাকা 

শিক্ষাগত যোগ্যতা- B.Com পাশ হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ (BCK) থাকতে হবে। 

শুন্যপদ- 1 (SC) 

(3) পদের নাম- Procurement Officer (Tech)

বেতন- প্রতি মাসে 49 হাজার 490 টাকা 

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে হ্যান্ডলুম এবং টেক্সটাইলে ডিপ্লোমা করা থাকতে হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ (BCK) থাকতে হবে। সেইসাথে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা। 

শুন্যপদ- 1 (UR) 

(4) পদের নাম- Marketing Officer

বেতন- প্রতি মাসে 49 হাজার 490 টাকা 

শিক্ষাগত যোগ্যতা- অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, MBA/PGDM (Marketing), বেসিক কম্পিউটার নলেজ (BCK) থাকতে হবে এবং দুই বছরের কাজ করার অভিজ্ঞতা। 

শুন্যপদ- 2 (UR-1, ST-1)

(5) পদের নাম- Assistant Manager (Marketing)

বেতন- প্রতি মাসে 46 হাজার 385 টাকা 

শিক্ষাগত যোগ্যতা- অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, বেসিক কম্পিউটার নলেজ (BCK) থাকতে হবে। দুই বছরের সেলস এবং মার্কেটিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

শুন্যপদ- 2 (UR-1, ST-1)

(6) পদের নাম- Grade- II A Manager

বেতন- প্রতি মাসে 43 হাজার 24 টাকা 

শিক্ষাগত যোগ্যতা- 60% নম্বর সহ উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ করতে হবে, C.A (Inter)/ICWA (Inter), বেসিক কম্পিউটার নলেজ (BCK) থাকতে হবে। সেইসাথে সমবায় ব্যাঙ্কে ম্যানেজার অথবা অ্যাকাউন্ট্যান্ট পদে কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  

শুন্যপদ- 2 (UR) 

(7) পদের নাম- Junior Marketing Officer

বেতন- প্রতি মাসে 37 হাজার 415 টাকা

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ (BCK) থাকতে হবে। 

শুন্যপদ- 2 (UR-1, ST-1)

(8) পদের নাম- Junior Procurement Officer

বেতন- প্রতি মাসে 37 হাজার 415 টাকা

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ (BCK) থাকতে হবে। 

শুন্যপদ- 1 (UR)

(9) পদের নাম- Officer (Scale-I)

বেতন- প্রতি মাসে 28 হাজার 532 টাকা

শিক্ষাগত যোগ্যতা- সফটওয়্যার অথবা হার্ডওয়্যার বিষয়ে B.Tech/ M.Tech ডিগ্রি থাকতে হবে। সেইসাথে ডেভেলপিং সফটওয়্যার প্যাকেজ এর জ্ঞান থাকতে হবে। 

শুন্যপদ- 1 (UR)

বয়সসীমাঃ 

প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে থাকতে হবে। SC, ST শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবে।

নিয়োগ প্রক্রিয়াঃ  

লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভ্যারিফিকেশন (নথিপত্র যাচাইকরণ) এর মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে। তারপর নির্দিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়াঃ

ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল- www.webcsc.org. আবেদন করার সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হয়েছে। ঐ লিংকে ক্লিক করে প্রথমে আবেদনকারীর তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অনলাইনে ফর্ম ফিল আপ করে এবং আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হরতে হবে।

আবেদন ফিঃ  
  • UR, OBC এবং PwD দের আবেদন ফি লাগবে- 650 টাকা 
  • SC, ST শ্রেনিদের আবেদন ফি লাগবে- 250 টাকা 

ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা করা যাবে। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  22.12.2021
আবেদন শুরু 22.12.2021 
আবেদন শেষ21.01.2022

গুরুত্বপূর্ণ লিংক

▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

▶️ অফিসিয়াল নোটিশ ডাউনলোড

▶️ আবেদন করুন

বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।

আরো চাকরির আপডেট-

Recent Posts
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 West Bengal ESI বিভাগে নিয়োগ – 40 Critical Care Technician পদে কর্মী নিয়োগ।
 Wipro India Recruitment 2022 | Trainee Engineer
 ১১ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 Object Oriented Programming in C++ & Interview Preparation [Free Course]
 উচ্চ মাধ্যমিক পাশেই ডিএম অফিসে গ্রূপ-সি কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
 ১০ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 ৮ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স