WhatsApp Group | JOIN HERE |
Telegram Channel (2500+ Members) | JOIN HERE |
Telegram Group (2000+ Members) | JOIN HERE |
Youtube Channel | SUBSCRIBE NOW |
পদের নাম- রিকোভারি এজেন্ট।
শূন্যপদের সংখ্যা- 2 টি। গোয়ালপুকুর- 1 ব্লক 1 টি শূন্যপদ ও ইসলামপুর ব্লক ও ইসলামপুর মিউনিসিপালিটি 1 টি শূন্যপদ।
বয়স- 1/1/2022 অনুযায়ী প্রার্থীর বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে তবেই এই পদের জন্য আবেদন যোগ্য।
আরও পড়ুনঃ
রাজ্যের বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগ
কলকাতা সাইন্স সিটিতে চাকরির সুযোগ
আবেদন পদ্ধতি- প্রার্থীদের আবেদনপত্রটি ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে হবে।
আবশ্যিক যোগ্যতা- আবেদনকারীকে সংখ্যালঘু শ্রেণীভুক্ত হতে হবে (যেমন- মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, পার্সি, শিখ, জৈন)। এবং আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বায়োডাটা
- 2 কপি পাসপোর্ট সাইজের ছবি
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি
- আধার/ ভোটের কার্ড
ইন্টারভিউ এর তারিখ- 13/1/2022
নির্বাচন পদ্ধতি- প্রার্থীদের ইন্টারভিউ এর যোগ্যতা দেখেই নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।
◐ প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন। | |
◐ ১০ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স | |
◐ ৮ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স | |
◐ রেশম বন্ধু পদে রাজ্যের জেলায় নিয়োগ, গ্রুপ-ডি পোষ্টে চাকরি | |
◐ Ralson India Limited Recruitment 2022 | Diploma Engineer Trainee | Diploma | Fresher | |
◐ মাধ্যমিক পাশেই রাজ্যের বস্ত্র দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন | |
◐ রাজ্যের শ্রম দপ্তরে কর্মী নিয়োগ, ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন | |
◐ EPL LIMITED Recruitment 2022 |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box