মাধ্যমিক পাশেই জেলার ব্লকে ব্লকে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি।
WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW

শুধু মাত্র মাধ্যমিক পাশেই নিজের এলাকায় চাকরি করার বিরাট সুযোগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেবল মাত্র সেই জেলার স্থানীয় বাসিন্দারা আবেদন করতে পারবে যে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরাসরি মোবাইলের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে পারবে। তাই হাতছাড়া না করে তারাতাড়ি আবেদন করে ফেলুন। আবেদন সম্পর্কে ও শূন্যপদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন

মাধ্যমিক পাশেই জেলার ব্লকে ব্লকে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি।

আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে আবেদন করার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে তবে আবেদন করার পূর্বে নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন। 

নিয়োগ প্রক্রিয়া : মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী ইন্টারভিউ -তে ডাকা হবে। 

যে পদে নিয়োগ করা হবে সেই শূন্যপদের নাম : আশা কর্মী (Asha Workers)

মোট শূন্যপদ : শতাধিক শূন্যপদ রয়েছে। জেলার বিভিন্ন ব্লক অফিসের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সাব সেন্টার অনুযায়ী প্রচুর শূন্যপদ রয়েছে। যেহেতু বিভিন্ন ব্লক অফিসে আলাদা আলাদা শূন্যপদ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে তাই মোট শূন্যপদ যোগ করা হয়নি। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। 

শিক্ষাগত যোগ্যতা : শুধু মাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করতে পারবে এবং উচ্চ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে তবে মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে। 

আবেদনকারীর বয়স হতে হবে : আবেদনকারীর বয়স সাধারণত হতে হবে 30 -40 বছর। এছাড়াও রিজার্ভ গোষ্ঠির জন্য 8 বছরের বয়সের ছাড় থাকবে। অর্থাৎ 22 বছর বয়স হলে আবেদন করতে পারবে। 

এই পদে আবেদন করতে আরও যে যে যোগ্যতা থাকতে হবে তা নিচে উল্লেখ করা হল -
  1. শুধু মহিলারাই আবেদন করতে পারবে। 
  2. ওই মহিলাদের অবশ্যই বিবাহিত /বিধবা /বিবাহ বিচ্ছেদ হতে হবে। 
  3. আবেদনকারীরকে সেই সাব সেন্টারের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে সাব সেন্টারে শূন্যপদ রয়েছে সেই সাব সেন্টারের গ্রামের বাসিন্দা ছাড়া অন্য গ্রাম থেকে আবেদন করতে পারবে না। 
অনলাইনে আবেদন করতে কী কী ডকুমেন্টস সাথে রাখবেন? 
  1. মাধ্যমিক এডমিট কার্ড / বয়সের প্রমাণপত্র 
  2. মাধ্যমিকের মার্কশিট 
  3. বয়সের প্রমান পত্র 
  4. বাসিন্দা প্রমান 
  5. কাস্ট সার্টিফিকেট
  6. অন্যান্য (যদি থাকে)
এছাড়াও আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে হলে এবং অফিসিয়াল নোটিশ দেখতে হলে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন লিঙ্ক ক্লিক করুন। 


গুরুত্বপূর্ণ লিংক 

▶️ অফিসিয়াল ওয়েবসাইট

▶️ অফিসিয়াল নোটিশ ডাউনলোড

▶️ অনলাইনে আবেদন করুন


Recent Posts
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 Online GK Quiz in Bengali | ক্যুইজ পর্ব - ১৪
 মাধ্যমিক পাশেই জেলার প্রত্যেক SDO অফিসের গ্রামে গ্রামে কর্মী নিয়োগ।
 Kanyashree Prakalpa Recruitment 2022: কন্যাশ্রী প্রকল্পে গ্রুপ-C কর্মী নিয়োগ, ১২ হাজার টাকা মাসিক বেতন
 মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশেই ভারতের উপকূলরক্ষী বাহিনীতে চাকরির সুবর্ণ সুযোগ
 Alorica Recruitment 2022
 5th January 2022 Bengali Current Affairs | ৫ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 Tata Health Off Campus Drive 2022
 Tex Corp Private Limited Recruitment 2022