Kanyashree Prakalpa Recruitment 2022: কন্যাশ্রী প্রকল্পে গ্রুপ-C কর্মী নিয়োগ, ১২ হাজার টাকা মাসিক বেতনে
WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW
নতুন বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য আবার এক নয়া সুখবর। রাজ্য সরকারের স্বপ্নের একটি প্রকল্প 'কন্যাশ্রী' এবার এই প্রকল্পের নানা কার্য়ক্রম করতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের একটি জেলায় কন্যাশ্রী প্রকল্পের অধীনে গ্রুপ-C কর্মী নিয়োগ করা হবে। এই চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যদি তার নিন্মলিখিত যোগ্যতা থাকে তাহলে যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। আজকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোন জেলায় এই চাকরির জন্য নিয়োগ করা হবে? কারা কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, শুন্যপদ কয়টি আছে এবং কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত জেনে নিন।

Kanyashree Prakalpa Group-C Recruitment 2022

Kanyashree Prakalpa Group-C Recruitment 2022

নোটিশ মেমো নম্বরঃ  216/Kanya/N24P

নোটিশ প্রকাশের তারিখঃ  23.12.2021

পদের নামঃ  অ্যাকাউন্ট্যান্টস কাম ডাটা ম্যানেজার (Accountants-Cum-Data Manager)

বেতনঃ  প্রতি মাসে ১২ হাজার টাকা 

বয়সসীমাঃ  01.01.2022 তারিখ অনুযায়ী 18 – 37 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবেন। 

শিক্ষাগত যোগ্যতাঃ

  • কমার্স বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে।
  • কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে।
  • MS Office, MS Word, MS Excel, MS Power Point এর কাজ জানতে হবে।
  • কম্পিউটারে প্রতি মিনিটে ২৫ টি শব্দ টাইপ করতে পারতে হবে। 
  • সেইসাথে বেসরকারি অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ সংখ্যা -  ২ টি 

নিয়োগের স্থানঃ  DPMU, উত্তর ২৪ পরগণা 

বিশেষ যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই উত্তর ২৪ পরগণা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

আবেদন প্রক্রিয়াঃ

কন্যাশ্রী প্রকল্পে গ্রুপ-C কর্মীর জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে দেওয়া আবেদন লিংকে ক্লিক করলেই উত্তর ২৪ পরগণা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে (north24parganas.gov.in) পৌঁছে যাবেন এবং সেখান থেকেই আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীকে তার বয়সের প্রমান, শিক্ষাগত যোগ্যতার প্রমান, বাসিন্দার প্রমান সহ দরকারি কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। 4 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং 18 জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে।

অনলাইনে আবেদন করার সময় যে যে ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে?
  1. মাধ্যমিকের এডমিট কার্ড / বয়সের প্রমাণপত্র 
  2. নিজের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 
  3. নিজের পাসপোর্ট সাইজের ছবি 
  4. সাদা কাগজে নিজের সই
  5. বাসস্থান প্রমাণ / গ্রাম পঞ্চায়েত প্রধানের সুপারিশ। 
নিয়োগ প্রক্রিয়াঃ 
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অফিসিয়াল নোটিশে সেরকম ভাবে কিছু উল্লেখ করা হয়নি তবে আবেদন ফর্মে নিজের বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস উল্লেখ করবেন। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে পরবর্তী আপডেট। 
আবেদন ফিঃ 

আবেদন করতে কোনো টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 23.12.2021
আবেদন শুরু 04.01.2022
আবেদন শেষ18.01.2022

চাকরি, ফ্রী কোর্স, কারেন্ট আফিয়ার্স ইত্যাদি এর আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান


গুরুত্বপূর্ণ লিংক 

▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

▶️ অফিসিয়াল নোটিশ ডাউনলোড

▶️ প্রতিদিনের চাকরির, ফ্রী কোর্স, কারেন্ট আফিয়ার্স এর আপডেট


Recent Posts
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশেই ভারতের উপকূলরক্ষী বাহিনীতে চাকরির সুবর্ণ সুযোগ
 Alorica Recruitment 2022
 5th January 2022 Bengali Current Affairs | ৫ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 Tata Health Off Campus Drive 2022
 Tex Corp Private Limited Recruitment 2022
 Coromandel International Ltd Recruitment 2022
 Sigma Electric Manufacturing Corporation Pvt Ltd Recruitment 2022
 Zebronics India Pvt Ltd Recruitment 2022