NBCC Recruitment 2022
নোটিশ নম্বরঃ 17/2021
নোটিশ প্রকাশের তারিখঃ 24.11.2021
যেসমস্ত পোষ্টে নিয়োগ করা হবেঃ
(1) অফিস অ্যাসিস্ট্যান্ট- স্টেনোগ্রাফার (OFFICE ASSISTANT- STENOGRAPHER)
(2) DY প্রোজেক্ট ম্যানেজার- ইলেকট্রিকাল (DY. PROJECT MANAGER- ELECTRICAL)
(3) ম্যানেজমেন্ট ট্রেনি- সিভিল (MANAGEMENT TRAINEE- CIVIL)
(4) ম্যানেজমেন্ট ট্রেনি- ইলেকট্রিকাল (MANAGEMENT TRAINEE- ELECTRICAL)
(5) প্রোজেক্ট ম্যানেজার- সিভিল (PROJECT MANAGER- CIVIL)
(6) সিনিয়র স্টেনোগ্রাফার (Senior STENOGRAPHER)
শিক্ষাগত যোগ্যতা, শুন্যপদ, বেতনঃ
(1) পোষ্টের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট- স্টেনোগ্রাফার
বেতন- প্রতি মাসে 18,430 টাকা
বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 25 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। সেইসাথে প্রতি মিনিটে 70/35 স্টেনোগ্রাফি/টাইিপং স্পীড থাকতে হবে।
শুন্যপদ- 3 (OBC- NCL)
(2) পোষ্টের নাম- DY প্রোজেক্ট ম্যানেজার- ইলেকট্রিকাল
বেতন- প্রতি মাসে 50,000 – 1,60,000 টাকা
বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 33 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- 60% নম্বর সহ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ফুল টাইম ডিগ্রি থাকতে হবে।
শুন্যপদ- 10 (UR-6, SC-1, OBC-2, EWS-1)
(3) পোষ্টের নাম- ম্যানেজমেন্ট ট্রেনি- সিভিল
বেতন- প্রতি মাসে 40,000 – 1,40,000 টাকা
বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 29 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- 60% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফুল টাইম ডিগ্রি থাকতে হবে।
শুন্যপদ- 40 (UR-17, SC-6, ST-3, OBC-10, EWS-4)
(4) পোষ্টের নাম- ম্যানেজমেন্ট ট্রেনি- ইলেকট্রিকাল
বেতন- প্রতি মাসে 40,000 – 1,40,000 টাকা
বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 29 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- 60% নম্বর সহ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ফুল টাইম ডিগ্রি থাকতে হবে।
শুন্যপদ- 15 (UR-7, SC-2, ST-1, OBC-4, EWS-1)
(5) পোষ্টের নাম- প্রোজেক্ট ম্যানেজার- সিভিল
বেতন- প্রতি মাসে 60,000 – 1,80,000 টাকা
বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 47 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- 60% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফুল টাইম ডিগ্রি থাকতে হবে।
শুন্যপদ- 1 (PwBD-HH)
(6) পোষ্টের নাম- সিনিয়র স্টেনোগ্রাফার
বেতন- প্রতি মাসে 24,640 টাকা
বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 28 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। সেইসাথে প্রতি মিনিটে 110/50 স্টেনোগ্রাফি/টাইিপং স্পীড থাকতে হবে।
শুন্যপদ- 1 (OBC- NCL)
নিয়োগ প্রক্রিয়াঃ
আবেদন প্রক্রিয়াঃ
NBCC ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট (nbccindia.in) থেকে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকলে যে কেউ নির্দিষ্ট যেকোনো একটি পোষ্টে চাকরির জন্য আবেদন করতে পারবে। ৯ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আবেদন চলবে ৮ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন ফিঃ
- DY প্রোজেক্ট ম্যানেজার- ইলেকট্রিকাল পোষ্টের জন্য আবেদন ফি লাগবে 1000 টাকা।
- ম্যানেজমেন্ট ট্রেনি- সিভিল এবং ম্যানেজমেন্ট ট্রেনি- ইলেকট্রিকাল পোস্ট দুটির জন্য লাগবে 500 টাকা।
- বাকি পোস্ট গুলির জন্য কোনো আবেদন ফি লাগবে না।
- SC, ST, PWD & Departmental প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা করতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 24.11.2021 |
আবেদন শুরু | 09.12.2021 |
আবেদন শেষ | 08.01.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
◐ প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন। | |
◐ 4th January 2022 Bengali Current Affairs | ৪ঠা জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স | |
◐ 3rd January 2022 Bengali Current Affairs | ৩রা জানুয়ারী ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | |
◐ Titan Company Ltd. Recruitment 2022 | |
◐ InSolare Energy Recruitment 2022 | |
◐ Micro Focus Recruitment 2022 | |
◐ Agni Steels Recruitment 2022 | |
◐ PayPal Off Campus Drive 2022 | |
◐ টাটা [TATA] কোম্পানিতে প্রচুর শুন্যপদে নিয়োগ |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box