NBCC Recruitment 2022: অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি, ৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে
NBCC ইন্ডিয়া লিমিটেডে অফিস অ্যাসিস্ট্যান্ট সহ অনেকগুলি পোষ্টে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। NBCC হল ভারত সরকারের পরিচালিত একটি প্রাইভেট সেক্টর কোম্পানি। এটি সারা ভারতব্যাপী চাকরির ভ্যাকান্সি। তাই আমাদের রাজ্য থেকেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। তবে আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা যাচাই করে তারপর আবেদন করতে হবে। 
NBCC Recruitment 2022
NBCC Recruitment 2022

নোটিশ নম্বরঃ  17/2021

নোটিশ প্রকাশের তারিখঃ  24.11.2021

যেসমস্ত পোষ্টে নিয়োগ করা হবেঃ

(1) অফিস অ্যাসিস্ট্যান্ট- স্টেনোগ্রাফার (OFFICE ASSISTANT- STENOGRAPHER)

(2) DY প্রোজেক্ট ম্যানেজার- ইলেকট্রিকাল (DY. PROJECT MANAGER- ELECTRICAL)

(3) ম্যানেজমেন্ট ট্রেনি- সিভিল (MANAGEMENT TRAINEE- CIVIL)

(4) ম্যানেজমেন্ট ট্রেনি- ইলেকট্রিকাল (MANAGEMENT TRAINEE- ELECTRICAL)

(5) প্রোজেক্ট ম্যানেজার- সিভিল (PROJECT MANAGER- CIVIL)

(6) সিনিয়র স্টেনোগ্রাফার (Senior STENOGRAPHER)

শিক্ষাগত যোগ্যতা, শুন্যপদ, বেতনঃ

(1) পোষ্টের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট- স্টেনোগ্রাফার

বেতন- প্রতি মাসে 18,430 টাকা 

বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 25 বছরের কম হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। সেইসাথে প্রতি মিনিটে 70/35 স্টেনোগ্রাফি/টাইিপং স্পীড থাকতে হবে।

শুন্যপদ- 3 (OBC- NCL) 

(2) পোষ্টের নাম- DY প্রোজেক্ট ম্যানেজার- ইলেকট্রিকাল

বেতন- প্রতি মাসে 50,000 – 1,60,000 টাকা 

বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 33 বছরের কম হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- 60% নম্বর সহ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ফুল টাইম ডিগ্রি থাকতে হবে। 

শুন্যপদ- 10 (UR-6, SC-1, OBC-2, EWS-1)

(3) পোষ্টের নাম- ম্যানেজমেন্ট ট্রেনি- সিভিল

বেতন- প্রতি মাসে 40,000 – 1,40,000 টাকা 

বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 29 বছরের কম হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- 60% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফুল টাইম ডিগ্রি থাকতে হবে। 

শুন্যপদ- 40 (UR-17, SC-6, ST-3, OBC-10, EWS-4)

(4) পোষ্টের নাম- ম্যানেজমেন্ট ট্রেনি- ইলেকট্রিকাল

বেতন- প্রতি মাসে 40,000 – 1,40,000 টাকা 

বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 29 বছরের কম হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- 60% নম্বর সহ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ফুল টাইম ডিগ্রি থাকতে হবে।

শুন্যপদ- 15 (UR-7, SC-2, ST-1, OBC-4, EWS-1)

(5) পোষ্টের নাম- প্রোজেক্ট ম্যানেজার- সিভিল

বেতন- প্রতি মাসে 60,000 – 1,80,000 টাকা 

বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 47 বছরের কম হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- 60% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফুল টাইম ডিগ্রি থাকতে হবে। 

শুন্যপদ- 1 (PwBD-HH)

(6) পোষ্টের নাম- সিনিয়র স্টেনোগ্রাফার

বেতন- প্রতি মাসে 24,640 টাকা 

বয়সসীমা- 08.01.2022 তারিখ অনুযায়ী 28 বছরের কম হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। সেইসাথে প্রতি মিনিটে 110/50 স্টেনোগ্রাফি/টাইিপং স্পীড থাকতে হবে। 

শুন্যপদ- 1 (OBC- NCL)

নিয়োগ প্রক্রিয়াঃ
আবেদন প্রক্রিয়াঃ

NBCC ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট (nbccindia.in) থেকে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকলে যে কেউ নির্দিষ্ট যেকোনো একটি পোষ্টে চাকরির জন্য আবেদন করতে পারবে। ৯ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আবেদন চলবে ৮ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। 

আবেদন ফিঃ
  • DY প্রোজেক্ট ম্যানেজার- ইলেকট্রিকাল পোষ্টের জন্য আবেদন ফি লাগবে 1000 টাকা। 
  • ম্যানেজমেন্ট ট্রেনি- সিভিল এবং ম্যানেজমেন্ট ট্রেনি- ইলেকট্রিকাল পোস্ট দুটির জন্য লাগবে 500 টাকা। 
  • বাকি পোস্ট গুলির জন্য কোনো আবেদন ফি লাগবে না। 
  • SC, ST, PWD & Departmental প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা করতে হবে না। 
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 24.11.2021
আবেদন শুরু 09.12.2021
আবেদন শেষ08.01.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান


গুরুত্বপূর্ণ লিংক 

▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

▶️ অফিসিয়াল নোটিশ ডাউনলোড

▶️ অনলাইনে আবেদন করার লিংক

▶️ ডেইলি জব নিউজ আপডেট 



Recent Posts
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 4th January 2022 Bengali Current Affairs | ৪ঠা জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 3rd January 2022 Bengali Current Affairs | ৩রা জানুয়ারী ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স
 Titan Company Ltd. Recruitment 2022
 InSolare Energy Recruitment 2022
 Micro Focus Recruitment 2022
 Agni Steels Recruitment 2022
 PayPal Off Campus Drive 2022
 টাটা [TATA] কোম্পানিতে প্রচুর শুন্যপদে নিয়োগ