WhatsApp Group | JOIN HERE |
Telegram Channel (2500+ Members) | JOIN HERE |
Telegram Group (2000+ Members) | JOIN HERE |
Youtube Channel | SUBSCRIBE NOW |
রাজ্যের একটি জেলায় গ্রুপ-ডি ‘রেশম বন্ধু’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। তবে এটি রাজ্যের সমস্ত জেলার চাকরিপ্রার্থীদের জন্য নয়। তাই কোন জেলায় নিয়োগ করা হবে, শুন্যপদ কয়টি আছে, বেতন কিভাবে এবং কত দেওয়া হবে, আবেদন কিভাবে করা যাবে ইত্যাদি বিষয় আজকে জানানো হবে।
Group D Resham Bandhu Recruitment 2022
নোটিশ নম্বরঃ ৫৩৪/ আর কে ভি ওয়াই
নোটিশ প্রকাশের তারিখঃ 05.01.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ রেশম বন্ধু
বেতনঃ উৎসাহ ভাতা হিসেবে প্রতি মাসে ৫ হাজার টাকা দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 25 – 45 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ
(1) আই এস ডি এস অথবা রেশমচাষ সংক্রান্ত ট্রেনিং (প্রশিক্ষন) থাকতে হবে।
(2) স্থানীয় রেশমচাষী হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকতে হবে।
(3) রেশম চাষের এলাকায় সহজেই যাতায়াত করার জন্য সাইকেল থাকতে হবে এবং সেইসাথে মোবাইল ফোন থাকা আবশ্যক।
(4) যেকোনো রাষ্ট্রায়ত্ব সরকারি ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।
শুন্যপদঃ 1 টি
নিয়োগের স্থানঃ নদীয়া জেলার ধুবুলিয়া প্রযুক্তি সহায়ক কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর-২ ব্লক এলাকায় নিয়োগ করা হবে। (শুধুমাত্র কৃষ্ণনগর-২ ব্লক এলাকার বাসিন্দারাই আবেদন করতে পারবে)।
চাকরির/কাজের ধরনঃ এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কাজে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
আবেদনপত্রের সাথে থাকা নথিপত্র গুলি যাচাই করে যোগ্য ব্যাক্তিদের বেছে নিয়ে ইন্টারভিউ নেওয়া হবে। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরিক্ষা হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ 17.01.2022
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল ১১.০০ টার সময় ইন্টারভিউ শুরু হবে।
ইন্টারভিউয়ের স্থানঃ রেশম দপ্তরের কার্যালয়, কৃষ্ণনগর, নদীয়া
আবেদন প্রক্রিয়াঃ
একটি দরখাস্ত (ফর্ম) ফিল আপ করে জমা দিয়ে আবেদন করতে হবে। ঐ দরখাস্ত ফর্মটি ধুবুলিয়া/ উপঅধিকর্তা, রেশম শিল্প, কৃষ্ণনগর, নদীয়া কার্যালয় থেকে পাওয়া যাবে। ঐ ফর্মটি নেওয়ার পর আবেদনকারীকে তার সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করা হয়ে গেলে ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সেটি একটি খামে ভরে ধুবুলিয়া/ কৃষ্ণনগর রেশম দপ্তরের অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) আঁধার কার্ড এবং ভোটার কার্ড
(2) মাধ্যমিকের মার্কশীট এবং সার্টিফিকেট
(3) কাস্ট সার্টিফিকেট
(4) সেরিকালচার প্রশিক্ষনের সার্টিফিকেট (যদি থাকে)
(5) রেশমচাষ পরিবারভুক্তির জেলা শংসাপত্র (রেশম দপ্তরের আধিকারিক অফিস থেকে পাওয়া যাবে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 05.01.2022 |
আবেদন শুরু | 06.01.2022 |
আবেদন শেষ | 14.01.2022 |
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।
◐ প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন। | |
◐ Ralson India Limited Recruitment 2022 | Diploma Engineer Trainee | Diploma | Fresher | |
◐ মাধ্যমিক পাশেই রাজ্যের বস্ত্র দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন | |
◐ রাজ্যের শ্রম দপ্তরে কর্মী নিয়োগ, ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন | |
◐ EPL LIMITED Recruitment 2022 | |
◐ জেলার প্রত্যেক BDO অফিসে প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ | |
◐ রাজ্যে রেলের অফিসে ক্লার্ক নিয়োগ, ২৩ টি জেলা থেকেই আবেদন করা যাবে | |
◐ ভেল-এ ৭১ হাজার টাকা মাইনের চাকরি, আবেদন-যোগ্যতা সহ সব তথ্য জানুন |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box