WB Data Entry Operator Job: জেলার প্রত্যেক BDO অফিসে প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ
WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW

পশ্চিমবঙ্গে ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক জেলার বিভিন্ন ব্লক অফিস। জেলার কয়েক BDO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের সপ্নের প্রকল্প দুয়ারে রেশনে জেলায় জেলায় একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে। এবার ফের এক নতুন জেলার বিভিন্ন BDO অফিসে Food And Supply দপ্তরের অনুমোদনে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হবে। তবে পরবর্তীতে কাজের পরিধি অনুযায়ী সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্য শেষ অবধি পড়বেন নিচে শূন্য পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে -
WB Data Entry Operator Job

শূন্যপদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর - Data Entry Operator 

মোট শূন্যপদ : জেলার প্রত্যেক BDO অফিসে একজন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। নিচে প্রত্যেক BDO অফিসের অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করুন। 

শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীদের যে কোনো শাখা থেকে গ্রেজুয়েট পাশ করতে হবে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকবে হবে ও কম্পিউটার এর কাজ জানতে হবে। 

আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। 

আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। নিচে আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে করে তা পূরণ করার পর জমা করতে হবে। 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন? 
  1. পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে 
  2. মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র 
  3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 
  4. কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট
  5. কাস্ট সাটিফিকেট 
  6. অভিজ্ঞতা সার্টিফিকেট ( যদি থাকে) 
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে লাগিয়ে সেগুলিতে নিজের সই করে আবেদন পত্রে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে। 

আবেদন পত্র কোথায় জমা করবেন? 

আবেদন পত্র ডাউনলোড করার সময় উপরে উল্লেখিত নোটিশে যে ব্লক অফিসের নাম উল্লেখ করা থাকবে সেই ব্লকে আবেদন পত্র জমা করতে হবে। আপনারা আগে নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন কারন এখানে কয়েকটি BDO অফিসে একসঙ্গে নিয়োগ করা হবে। নিচে প্রত্যেক বিডিও অফিসের অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে। 

আরও পড়ুন: রাজ্যের স্কুলে প্রাইমারি শিক্ষক, গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি 
 
আবেদনের শেষ তারিখ : প্রত্যেক BDO অফিসে যেহেতু আলাদা আলাদা তারিখে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই শেষ তারিখও আলাদা আলাদা। তাই যেই ব্লকে আবেদন করবেন সেই ব্লকের শেষ তারিখ দেখেনিবেন। 

আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন বিস্তারিত জেনেনিন

গুরুত্বপূর্ণ লিংক 

▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

▶️ ১ম ফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদনের ফর্ম ডাউনলোড

▶️ ২য় ফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদনের ফর্ম ডাউনলোড

▶️ ৩য় ফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদনের ফর্ম ডাউনলোড

▶️ ৪র্থ  ফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদনের ফর্ম ডাউনলোড



Recent Posts
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 রাজ্যে রেলের অফিসে ক্লার্ক নিয়োগ, ২৩ টি জেলা থেকেই আবেদন করা যাবে
 ভেল-এ ৭১ হাজার টাকা মাইনের চাকরি, আবেদন-যোগ্যতা সহ সব তথ্য জানুন
 7th January 2022 Bengali Current Affairs
 6th January 2022 Bengali Current Affairs
 মাধ্যমিক পাশে কলকাতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ৬৩ হাজার টাকা পর্যন্ত বেতন।
 Tata Communications Recruitment 2022
 Bharat Parenterals Ltd Recruitment 2022