BHEL Recruitment 2022 : ভেল-এ ৭১ হাজার টাকা মাইনের চাকরি, আবেদন-যোগ্যতা সহ সব তথ্য জানুন
WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW

BHEL Recruitment 2022: ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড (ভেল)-এ একগুচ্ছ চাকরি (BHEL Recruitment 2022)-র সুযোগ। সেখানে সিভিল ডিসিপ্লিন ইঞ্জিনিয়র এবং সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। সে সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে। সেখানে যাবতীয় তথ্য রয়েছে।

BHEL Recruitment 2022

আরও পড়ুন: মাধ্যমিক পাশে কলকাতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ৬৩ হাজার টাকা পর্যন্ত বেতন

আরও পড়ুন: রুপশ্রী প্রকল্পে প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর ও একাউন্ট্যান্ট নিয়োগ। ১৫০০০ টাকা পর্যন্ত বেতন

শূন্যপদের সংখ্য়া
সেখানে ৩৬টি পদে নিয়োগ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। সে জন্য সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেটি হল pswr.bhel.com। সেখানে এ ব্য়াপারে বিস্তারিত তথ্য রয়েছে। 

১২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আর অফলাইনে আবেদন করা যাবে ১২ জানুয়ারি পর্যন্ত। ফলে হাতে সময় বেশি নেই। ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই জেলার ব্লকে ব্লকে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই জেলার প্রত্যেক SDO অফিসের গ্রামে গ্রামে কর্মী নিয়োগ

কোন পদে কত

  1. ইঞ্জিনিয়ার- ১০
  2. সুপারভাইজার- ২৬

বেতন এবং বয়সের নিয়ম
ইঞ্জিনিয়ার পদে যাঁরা চাকরি পাবেন,তাঁদের বেতন হবে ৭১,০৪০ টাকা। অন্যদিকে, সুপারভাইজার পদে চাকরিতে বেতন ৩৯,৬৭০ টাকা। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪০ বছর। 

আরও পড়ুন: কন্যাশ্রী প্রকল্পে গ্রুপ-C কর্মী নিয়োগ, ১২ হাজার টাকা মাসিক বেতন

আরও পড়ুন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশেই ভারতের উপকূলরক্ষী বাহিনীতে চাকরির সুবর্ণ সুযোগ

অনলাইনে আবেদন করার জন্য pswr.bhel.com বা careers.bhel.in ওয়েবসাইট দেখতে হবে। আর অফলাইনেও আবেদন করা যাবে। সে জন্য ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তা পূরণ করে ডিমান্ড ড্রাফ্ট বা কিআর কোড দিয়ে সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর), ভেল, পাওয়ার সেক্টর, পশ্চিম ক্ষেত্র, শ্রীমোহিনী কমপ্লেক্স, ৩৪৫ কিংসওয়ে, নাগপুর - ৪৪০০০১- এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

কাজের অভিজ্ঞতা
ইঞ্জিনয়র পদে আবেদনকারীর ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, সুপারভাইজার পদে আবেদনকারীর ৫ বছরের অভিজ্ঞতা থাকার দরকার। এ ব্য়াপারে সরকারি বিজ্ঞাপনে বিস্তারিত তথ্য রয়েছে।

জমা করার শেষ তারিখ : ১২/০১/২০২২ তারিখের মধ্যে আবেদন পত্র রেজিস্ট্রার পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।


গুরুত্বপূর্ণ লিংক 

▶️ অফিসিয়াল ওয়েবসাইট

▶️ অফিসিয়াল নোটিশ ডাউনলোড


Recent Posts
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 7th January 2022 Bengali Current Affairs
 6th January 2022 Bengali Current Affairs
 মাধ্যমিক পাশে কলকাতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ৬৩ হাজার টাকা পর্যন্ত বেতন।
 Tata Communications Recruitment 2022
 Bharat Parenterals Ltd Recruitment 2022
 রুপশ্রী প্রকল্পে প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর ও একাউন্ট্যান্ট নিয়োগ। ১৫০০০ টাকা পর্যন্ত বেতন
 KIA India Recruitment 2022 | Diploma Trainee