ভারতের উপকূলরক্ষী বাহিনীতে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। তাই যারা কেন্দ্র সরকারের চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য দারুন সুযোগ হতে চলেছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন। সারা ভারত জুড়ে চাকরির ভ্যাকান্সি হওয়ায় পশ্চিমবঙ্গ থেকেও আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। 

এইবার আমরা জানবো- কোন কোন পদে নিয়োগ করা হবে, শুন্যপদ কয়টি আছে, বয়স কত হতে হবে, আবেদন করার সম্পুর্ণ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে।

Indian Coast Guard Navik and Yantrik Recruitment 2022

Indian Coast Guard Navik and Yantrik Recruitment 2022
পদগুলির নাম এবং নিয়োগের তথ্য

(1) পদের নাম- নাবিক- জেনারেল ডিউটি (Navik- General Duty)

শিক্ষাগত যোগ্যতা- COBSE বোর্ড থেকে গণিত এবং ফিজিক্স বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। 

শুন্যপদ- 260

(2) পদের নাম- নাবিক- ডোমেস্টিক ব্র্যাঞ্চ (Navik- Domestic Branch)

শিক্ষাগত যোগ্যতা- COBSE বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। 

শুন্যপদ- 35

(3) পদের নাম- যান্ত্রিক (Yantrik) 

শিক্ষাগত যোগ্যতা- COBSE বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং AICTE এর স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে Electrical/ Mechanical / Electronics/ Telecommunication (Radio/Power) Engineering বিষয়ে ৩ অথবা ৪ বছরের ডিপ্লোমা করতে হবে। 

শুন্যপদ- 27

বয়সসীমাঃ 

১৮ থেকে ২২ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। ST, SC শ্রেণিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবে। 

নিয়োগ প্রক্রিয়াঃ 

লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ডকুমেন্ট ভ্যারিফিকেশন, মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। 

শারীরিক মাপঃ

উচ্চতা- মিনিমাম উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার। ভারতের উত্তর-পুর্ব দিকের রাজ্য গুলির আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার এবং লাক্ষাদ্বীপের বাসিন্দা হলে উচ্চতা হতে হবে 155 সেন্টিমিটার. 

বুকের মাপ- বুক হতে হবে সুসমন্বিত এবং সাথে 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা। 

ওজন- উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে। বয়স অনুযায়ী 10% ওজন বেশি থাকলেও সমস্যা নেই। 

শ্রবন ক্ষমতা- স্বাভাবিক  

আবেদন প্রক্রিয়াঃ

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট হল joinindiancoastguard.cdac.in. আবেদন করার সময় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর দরকারি তথ্য পূরন করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আবেদন ফিঃ 

২৫০ টাকা আবেদন ফি বাবদ পে করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে। SC, ST শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ ————
আবেদন শুরু 04.01.2022
আবেদন শেষ14.01.2022

চাকরি, ফ্রী কোর্স, কারেন্ট আফিয়ার্স ইত্যাদি এর আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান


গুরুত্বপূর্ণ লিংক 

▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

▶️ অফিসিয়াল নোটিশ ডাউনলোড

▶️ ডেইলি জব নিউজ আপডেট


Recent Posts
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 Alorica Recruitment 2022
 5th January 2022 Bengali Current Affairs | ৫ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 Tata Health Off Campus Drive 2022
 Tex Corp Private Limited Recruitment 2022
 Coromandel International Ltd Recruitment 2022
 Sigma Electric Manufacturing Corporation Pvt Ltd Recruitment 2022
 Zebronics India Pvt Ltd Recruitment 2022
 অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি, ১লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত বেতন।