WhatsApp Group | JOIN HERE |
Telegram Channel (2500+ Members) | JOIN HERE |
Telegram Group (2000+ Members) | JOIN HERE |
Youtube Channel | SUBSCRIBE NOW |
পশ্চিমবঙ্গের নতুন বছরে একের পর এক সুখবর। ফের এক নতুন জেলার প্রচুর গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার রুপশ্রী প্রকল্পে নানা কাজকর্মের জন্য ডাটা এন্ট্রি অপারেটর ও একাউন্ট্যান্ট পদে বেশ কিছু শূন্য পদ পূরণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে তবে পরবর্তীতে কাজের মেয়াদ বাড়াতেও পারে। পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করার বিরাট সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তাই সুযোগ হাতছাড়া করবেন না। আবেদন করতে ইচ্ছুক হলে শেষ অবধি পড়বেন এবং নিচে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন। নিচে শূন্য পদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -
শূন্যপদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) ও একাউন্ট্যান্ট(Accountant)
শূন্যপদ সংখ্যা : মোট শূন্যপদ 18 টি। ডাটা এন্ট্রি অপারেটর 15 টি, কোঅর্ডিনেটর 3 টি।
নিচে প্রত্যেক শূন্যপদ ও তার যোগ্যতা উল্লেখ করা হল -
১. ডাটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করলে আবেদন করতে পারবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ সঙ্গে MS Word এর যাবতীয় কাজ জানতে হবে। এর পাশাপাশি সরকারি বা বেসরকারি যে কোনো সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
ডাটা এন্ট্রি অপারেটর পদের মাসিক বেতন : ১১০০০/-
২. একাউন্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা : কমার্সে গ্রেজুয়েট পাশ করতে হবে সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ MS word এর যাবতীয় কাজ জানতে হবে এর পাশাপাশি কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
একাউন্ট্যান্ট পদের মাসিক বেতন: ১৫০০০/-
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। নিচে আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ডাউনলোড করুন।
নিয়োগ পদ্ধতি : প্রথমে লিখিত পরীক্ষা ও পরে পাশ করলে সেই সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এ ডাকা হবে।
আবেদন পাঠানোর ঠিকানা ও নিয়োগের স্থান : সরাসরি ড্রপ বক্সে জমা করার জন্য DPMU, Rupashree Prakalpa, Purba Bardham এখানে জমা করতে পারেন। এছাড়াও রেজিস্ট্রার বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ১৯/০১/২০২২ তারিখ এর মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন 👇
গুরুত্বপূর্ণ লিংক |
Recent Posts
◐ প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন। | |
◐ KIA India Recruitment 2022 | Diploma Trainee | |
◐ CSS, Bootstrap And JavaScript And Python Stack Course [Free Course] | |
◐ Interview Essentials: Job Interview Techniques That Work [Free Course] | |
◐ মাধ্যমিক পাশেই জেলার ব্লকে ব্লকে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন। | |
◐ Online GK Quiz in Bengali | ক্যুইজ পর্ব - ১৪ | |
◐ মাধ্যমিক পাশেই জেলার প্রত্যেক SDO অফিসের গ্রামে গ্রামে কর্মী নিয়োগ। | |
◐ Kanyashree Prakalpa Recruitment 2022: কন্যাশ্রী প্রকল্পে গ্রুপ-C কর্মী নিয়োগ, ১২ হাজার টাকা মাসিক বেতন |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box