রাজ্যে রেলের অফিসে ক্লার্ক নিয়োগ, ২৩ টি জেলা থেকেই আবেদন করা যাবে
WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW

পূর্ব রেলের অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আরো অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি কোলকাতা অফিসে করা হবে। তাই পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে। যদিও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদ নির্বাচন করে আবেদন করতে হবে। আপনিও আপনার যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন।

আবেদন করার আগে- কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদের সংখ্যা কয়টি এবং আবেদন পদ্ধতি কি রয়েছে জেনে নিন।

Railway Office Clerk Recruitment in West Bengal

রাজ্যে রেলের অফিসে ক্লার্ক নিয়োগ

নোটিশ নম্বরঃ  RECRT. MISC/01/2021

যেসমস্ত পদে নিয়োগ করা হচ্ছেঃ

(1) লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk- LDC)

(2) অফিসার (Officer)

(3) ম্যানেজার (Manager)

পদ বিষয়ক খুটিনাটি বিষয় (Post Details)

(1) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক

বেতন- প্রতি মাসে 19 হাজার 900 টাকা

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। যদি অ্যাকাউন্টস এবং IT বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে।  

শুন্যপদ- ১৫ (UR)

(2) পদের নাম- অফিসার 

বেতন- প্রতি মাসে 44 হাজার 900 টাকা 

শিক্ষাগত যোগ্যতা-  M.COM / I.C.W.A (Inter)/ ICAI (Inter)- এর মধ্যে যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে। সেইসাথে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা। 

শুন্যপদ- 2 (UR)

(3) পদের নাম- ম্যানেজার 

বেতন- প্রতি মাসে 35 হাজার 400 টাকা

শিক্ষাগত যোগ্যতা- কমার্স বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসাথে অ্যাকাউন্টস, অ্যাডভান্স,  ডিপোজিটস ইত্যাদি কাজের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  

শুন্যপদ- 4 (UR)

বয়সসীমাঃ

প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করবেন 01.12.2021 তারিখ অনুযায়ী। 

নিয়োগ প্রক্রিয়াঃ

অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। 

পরীক্ষার সেন্টারঃ

কোলকাতা, আসানসোল, ধানবাদ, পাটনা এবং বারানসি

পরীক্ষার সিলেবাসঃ

অফিসিয়াল নোটিশের চার নম্বর পেজে পরীক্ষার সম্পূর্ন সিলেবাস দেওয়া আছে। নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে পরীক্ষার সিলেবাস দেখতে পারবেন।  

আবেদন প্রক্রিয়াঃ

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। একটু নিচে আবেদন করার লিংক দেওয়া রয়েছে। প্রথমে ঐ লিংকে ক্লিক করতে হবে। তারপর নিচের দেওয়া স্টেপগুলি পালন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন করার স্টেপ বা ধাপঃ

  1. অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন (APPLICATION REGISTRATION)
  2. আবেদন ফি জমা (PAYMENT OF FEE)
  3. ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড (DOCUMENT SCAN AND UPLOAD)

আবেদন ফিঃ 

১ হাজার টাকা প্রতিটি পদের ক্ষেত্রে

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 24.12.2021
আবেদন শুরু 24.12.2021
আবেদন শেষ15.01.2022

গুরুত্বপূর্ণ লিংক 

▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

▶️ অফিসিয়াল নোটিশ ডাউনলোড

▶️ অনলাইনে আবেদন করার লিংক



Recent Posts
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 ভেল-এ ৭১ হাজার টাকা মাইনের চাকরি, আবেদন-যোগ্যতা সহ সব তথ্য জানুন
 7th January 2022 Bengali Current Affairs
 6th January 2022 Bengali Current Affairs
 মাধ্যমিক পাশে কলকাতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ৬৩ হাজার টাকা পর্যন্ত বেতন।
 Tata Communications Recruitment 2022
 Bharat Parenterals Ltd Recruitment 2022
 রুপশ্রী প্রকল্পে প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর ও একাউন্ট্যান্ট নিয়োগ। ১৫০০০ টাকা পর্যন্ত বেতন