13th January 2022 Bengali Current Affairs | ১৩ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
West Bengal Jobs Updates JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW
নমস্কার বন্ধুরা, আজ EDUTALK WITH KRISHNA SIR এর আয়োজিত Current Affairs পর্বে থাকছে ১৩ই জানুয়ারী ২০২২ তারিখের কারেন্ট আফিয়ার্স, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা এর জন্য বেশ উপযোগী। আমাদের এই অনলাইন Current Affairs গুলি গ্রহণ করুন সম্পূর্ণ ফ্রীতে।

January Bengali Current Affairs 2022

January Bengali Current Affairs 2022
1111

13th January 2022 Bengali Current Affairs

1.ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ ড. কে. সিভান
ⓑ ড. এস. সোমনাথ
ⓒ ড. সতীশ রেড্ডি
ⓓ ড. মহেন্দ্র সিং

2.আসাম পুলিশের DSP পদে নিযুক্ত হলেন কোন অলিম্পিক জয়ী?
ⓐ লভলিনা বর্গহাইন
ⓑ মীরা বাই চানু
ⓒ সাক্ষী মালিক
ⓓ অভনী লেখারা

3.Henley Passport Index 2022-এ ভারতের স্থান কত?
ⓐ ৯০
ⓑ ৮৮
ⓒ ৯১
ⓓ ৮৩

4.12th Bharat Ratna Dr Ambedkar Award 2022 জিতলো কোন অভিনেত্রী?
ⓐ আলিয়া ভাট
ⓑ কিয়ারা আদভানি
ⓒ হার্শালি মালহোত্রা
ⓓ প্রিয়াঙ্কা চোপড়া

5.ভারতের প্রথম Heli-Hub কোথায় তৈরি করা হবে?
ⓐ গুরুগ্রাম
ⓑ নয়ডা
ⓒ জয়পুর
ⓓ চেন্নাই

6.যাত্রীদের হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরিয়ে দিতে কোন ইনিশিয়েটিভ লঞ্চ করলো ভারতীয় রেলওয়ে?
ⓐ মিশন স্মাইল
ⓑ মিশন আমানত
ⓒ মিশন গেট ব্যাক
ⓓ মিশন লস্ট লাগেজ

7.চতুর্থবার কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন Daniel Ortega?
ⓐ নিকারাগুয়া
ⓑ চিলি
ⓒ সার্বিয়া
ⓓ জার্মানি

8.ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলির বর্ণনা কোন ভাষায় প্রকাশ করার ঘোষণা করলো UNESCO World Heritage Centre?
ⓐ বাংলা
ⓑ হিন্দি
ⓒ উর্দু
ⓓ পাঞ্জাবি

9.মাতৃত্বকালীন ছুটির দিন সংখ্যা ৯০ থেকে বাড়িয়ে ১৮০ দিন করলো কোন রাজ্য সরকার?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ আসাম
ⓒ দিল্লি
ⓓ উড়িষ্যা

10.বিশ্বের প্রথম অটোনোমাস ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করলেন কে?
ⓐ অশোক এল্লুস্বামী
ⓑ মিরাজ আহমেদ
ⓒ বৈভব ঘাদিয়ক
ⓓ কৃষ্ণ তিওয়ারি

Read More::

Recent Posts
 Udemy Paid Courses for Free with Certificate
 রাজ্যের পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা থেকে শুরু
 প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে যোগ্যতা অনুযায়ী WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন।
 Schneider Electric Recruitment 2022
 Hitachi Vantara Recruitment 2022
 মাধ্যমিক পাশে ৩৮৪৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করুন।
 মাধ্যমিক পাশেই BDO অফিসে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি। পোস্টিং নিজের ব্লকে।
 ১২ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স