West Bengal CISF Constable Recruitment 2022 -এর নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এটি একটি কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
পদের নাম ও মোট শুন্যপদ
CISF Head Constable Job Vacancy 2022 -এ হেড কনস্টেবল পদের জন্য মোট ১১৪৯ টি শূন্যপদ আছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। CISF Recruitment 2022 -এ পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য থেকেও আবেদন করা যাবে। অর্থ্যাৎ, ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে।
CISF Head Constable Recruitment 2022 in West Bengal সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
মাসিক বেতন
শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে।
- কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে।
- আবেদনকারীর উচ্চতা কমপক্ষে ১৭০ সেমি হতে হবে এবং বুকের ছাতি ৮০-৮৫ সেমি হতে হবে।
- পাহাড়ি এলাকার আবেদনকারীদের কমপক্ষে ১৬৫ সেমি উচ্চতা থাকতে হবে এবং বুকের ছাতি ৭৮-৮৩ সেমি হতে হবে।
বয়স হতে হবে
নির্বাচন পদ্ধতি
- প্রথমে আবেদনকারীকে দৌড় পরীক্ষাতে পাশ করতে হবে।
- 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড় শেষ করতে হবে।
- এরপর লিখিত পরীক্ষা নেওয়া হবে হবে।
- সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আবেদন মূল্য
আবেদনের পদ্ধতি
CISF Head Constable Job Vacancy 2022 - এ আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। CISF-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। www.cisfrectt.in. ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। সবার প্রথমে অফিশিয়াল লিঙ্ক থেকে রেজিষ্ট্রেশন করুন। এরপর সমস্ত তথ্য দিয়ে এবং আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করুন। অনলাইনে আবেদন করতে পারবেন ২৯ই জানুয়ারী, ২০২২ থেকে ০৪ই মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত।
গুরুত্ব পূর্ণ তারিখ
- Notification Date: 28/01/2022
- Application Starting Date: 29/01/2022
- Last Date For Application: 04/03/2022
- Admit Card Download Date: পরীক্ষার কমবেশি ১০ দিন আগে থেকেই ডাউনলোড করা যাবে।
- Exam Date: পরে জানানো হবে।
গুরুত্বপূর্ণ লিংক
▶️ রেজিস্ট্রেশন করুন
▶️ আবেদন করুন
▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট
Recent Posts
◐ Udemy Paid Courses for Free with Certificate | |
◐ বিডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | |
◐ রাজ্যে ৬ হাজার শূন্যপদে ইন্টার্ন নিয়োগ। | |
◐ মাধ্যমিক পাশে কলেজে গ্রূপ-সি ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ | |
◐ WhatsApp Group Link 2021-22: Free Job Alerts | |
◐ সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ | |
◐ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ | |
◐ সাব ডিভিশনাল অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ | |
◐ ইন্টারভিউ দিয়ে রাজ্যের স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ | |
◐ মাধ্যমিক পাশেই বিএসএফ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি |
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রাই সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রিতিমতো আমাদের ওয়েবসাইটকে ও অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box