Staff Nurse Recruitment 2022: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি সম্পর্কে নিম্নে বিশদে আলোচনা করা হলো। গুলিতে
Staff Nurse Recruitment 2022: পদের নাম
পশ্চিম মেদিনীপুর জেলার সরকারি হাসপাতালে স্টাফ নার্স পদের জন্য নিয়োগ করা হবে।
Staff Nurse Recruitment 2022: মোট শূন্যপদ
সরকারি হাসপাতালে মোট ১৮টি শুন্য পদের জন্য স্টাফ নার্স নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান ওয়েলে নিয়োগের বিজ্ঞপ্তি
Staff Nurse Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
Staff Nurse এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে, চাকরি প্রার্থীরদের যে কোন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই GNM অথবা B.Sc. Nursing এ ট্রেনিং করা থাকতে হবে তবেই আবেদন করতে পারবে।
Staff Nurse Recruitment 2022: বয়স হতে হবে
Staff Nurse এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীর বয়স ০১/০১/২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
Staff Nurse Recruitment 2022: বেতন
সরকারি হাসপাতালে স্টাফ নার্স পদের জন্য প্রতি মাসে ২৫০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
আরও পড়ুনঃ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ
Staff Nurse Recruitment 2022: আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ডিস্ট্রিক হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। তাছাড়াও আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা করতে হবে। SC/ST/OBC/PH আবেদন ফি বাবদ ৫০ টাকা দিতে হবে। সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ৪/২/২০২২।
Staff Nurse Recruitment 2022: নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে প্রার্থীদের তাদের GNM এর প্রাপ্ত নাম্বার , ইন্টারভিউএ অভিজ্ঞতা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মধ্য দিয়ে তাদের নিয়োগ করা হবে।
আবেদন ফি বাবদ টাকা পাঠাতে হবে- accounts of family welfare samiti. A/C-0788010159603. IFSC- PUNB 0078820
Branch- Sepai Bazar (Paschim Medinipur)
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশেই বিএসএফ-এ চাকরি
Staff Nurse Recruitment 2022: শূন্যপদের বিন্যাস
ঘাটাল ইউ পি এইচ সি- ১
- গম্ভীনগর- U.R-১ SC- ১।
মেদিনীপুর ইউ পি এইচ সি- ২
- কুইকোটা- SC- ১ UR-১।
মেদিনীপুর ইউ পি এইচ সি- ২
- শরৎপল্লী- UR-১ SC-১
মেদিনীপুর ইউ পি এইচ সি- ৩
- বীর বল্লভপুর- SC-১ UR-১
খড়গপুর ইউ পি এইচ সি- ১
- ইন্ডা- SC-১
খড়গপুর ইউ পি এইচ সি- ২
- রাজা গ্রাম- UR-১ SC-১
খড়গপুর ইউ পি এইচ সি- ৩
- মালঞ্চা- UR-১ SC-১
খড়গপুর ইউ পি এইচ সি- ৪
- আইমা – UR-১ SC-১
খড়গপুর ইউ পি এইচ সি- ৫
- তালবাগিচা- UR-১ SC-১
খড়গপুর ইউ পি এইচ সি- ২
- গিরি ময়দান- SC-১
আরও পড়ুনঃ সাব ডিভিশনাল অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ
গুরুত্বপূর্ণ লিংক
Recent Posts
◐ Udemy Paid Courses for Free with Certificate | |
◐ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ | |
◐ সাব ডিভিশনাল অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ | |
◐ ইন্টারভিউ দিয়ে রাজ্যের স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ | |
◐ মাধ্যমিক পাশেই বিএসএফ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি | |
◐ মাধ্যমিক পাশেই ভারতীয় রেলে ২৪২২ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | |
◐ WhatsApp Group Link 2021-22: Free Job Alerts | |
◐ মাধ্যমিক পাশেই প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | |
◐ মাধ্যমিক পাশেই রাজ্যের বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি |
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রাই সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রিতিমতো আমাদের ওয়েবসাইটকে ও অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box