Indian Oil Corporation Engineering Vacancies 2022 এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব রাজ্য মিলিয়ে মোট ১৩৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
IOCL Recruitment 2022 এ ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। অবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যেই ২৪/০১/২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। IOCL Non Executive Recruitment 2022 এ ভারতবর্ষের যেকোনো রাজ্য থেকে আবেদন করা যাবে।
IOCL Non Executive Online Application Link থেকে আপনারা আবেদন করতে পারবেন। আমরা এই পেজে আপনাদের জন্য আবেদন শুরু, আবেদন শেষ, নিয়োগ পদ্ধতি, বয়সসীমা, আবশ্যিক যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত আলোচনা করলাম।
পদের নাম-
- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট
- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ- সব মিলিয়ে মোট ১৩৭ টি শূন্যপদ আছে।
মাসিক বেতন-
- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টঃ ২৫০০০-১০৫০০০/- টাকা
- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টঃ ২৩০০০-৭৮০০০/- টাকা
বয়সসীমা-
উক্ত পদগুলোতে আবেদনের জন্য সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স হিসাব করতে হবে ২৪/০১/২০২২ তারিখের ভিত্তিতে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
আরও পড়ুনঃ
ইন্টারভিউ দিয়ে রাজ্যের স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ
মাধ্যমিক পাশে রেশম বন্ধু পদে চাকরির সুযোগ
SDO অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ
আবেদন শুরু- ২৪/০১/২০২২
আবেদন শেষ- ১৮/০২/২০২২
আবশ্যিক যোগ্যতা-
- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট- কমপক্ষে 55 শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা অথবা 2 বছরের আইটিআই(ITI) পাশ করা থাকতে হবে।
- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- এই পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ থাকতে হবে এবং আইটিআই(ITI) করা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি- প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
জেনারেল ও ওবিসিদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এসসি ও এসটিদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- আবেদন করার আগে অফিশিয়াল IOCL Notification Download করে মনোযোগ সহকারে পড় নিন।
- নীচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে নিজের সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রার করতে হবে।
- তারপর লগ-ইন করে ফর্ম পূরণ করে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৮/০২/২০২২
গুরুত্বপূর্ণ তারিখ -
- আবেদন শুরু: ২৪/০১/২০২২
- আবেদন শেষ: ১৮/০২/২০২২ সন্ধে ৬টা
- এডমিট কার্ড ডাউনলোড: ১৪/০৩/২০২২ থেকে ২৭/০৩/২০২২
- পরীক্ষার হবে: ২৭/০৩/২০২২
- SPPT তারিখ: ০১/০৪/২০২২
গুরুত্বপূর্ণ লিংক |
▶️ অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট |
Recent Posts
◐ Udemy Paid Courses for Free with Certificate | |
◐ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি | |
◐ সাব ডিভিশনাল অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ | |
◐ ইন্টারভিউ দিয়ে রাজ্যের স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ | |
◐ মাধ্যমিক পাশেই বিএসএফ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি | |
◐ মাধ্যমিক পাশেই ভারতীয় রেলে ২৪২২ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | |
◐ WhatsApp Group Link 2021-22: Free Job Alerts | |
◐ মাধ্যমিক পাশেই প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | |
◐ মাধ্যমিক পাশেই রাজ্যের বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | |
◐ রাজ্যের ১৭১৯টি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি | |
◐ ডিপ্লোমা পাশে HomeLane-এ ডিজাইনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি |
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রাই সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রিতিমতো আমাদের ওয়েবসাইটকে ও অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box