Uttar Dinajpur District Asha Karmi Recruitment Notification 2022
বছরের শুরুতেই রাজ্যের সমস্ত মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! রাজ্যে আবারও একটি জেলা থেকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত বিভিন্ন ব্লক এলাকায় এই আশা কর্মী নিয়োগ করা হবে। কোন কোন ব্লকে এলাকায় নিয়োগ করা হবে, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইল আজকের এই প্রতিবেদনে।  
 
পদের নাম- আশা কর্মী (Asha Worker)

মোট শূন্যপদ- ২২৬ টি।

বয়সক্রম- প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তপশিলি জাতি, তপশিলী উপজাতি ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২২ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ২৯ ডিসেম্বর, ২০২১ তারিখের হিসাবে।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও এই পদে আবেদনযোগ্য। এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্না প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। তবে সেক্ষেত্রে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরই বিচার করা হবে।

আরও পড়ুনঃ রাজ্যের ১৭১৯টি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনে -এর মাধ্যমে। উত্তর দিনাজপুর জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নিজ নিজ বিডিও অফিসের ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০২২।
প্রয়োজনীয় ডকুমেন্টস- আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস সংযুক্ত করতে হবে সেগুলি হল,

১) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
২) স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র (ভোটার কার্ড/ রেশন কার্ড)
৩) বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার এডমিট কার্ড)
৪) বিবাহিতা/ বিধবা প্রমাণপত্র। বিবাহিতাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখিত যেকোনো সরকারি পরিচয় প্রমাণপত্র (যেমন- বিবাহ নিবন্ধন শংসাপত্র/ আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড)। বিধবা দের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণপত্র। বিবাহ-বিচ্ছিন্না দের ক্ষেত্রে বিবাহ-বিচ্ছেদের শংসাপত্র।
৫) আবেদনকারীর স্বাক্ষর করা সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো।

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত অফিসে BDSP-পদে নিয়োগের আবেদন চলছে

শর্তাবলী-
১) উক্ত পদে কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
২) আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) আবেদনকারী একটি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতা ও উপরে উল্লিখিত অন্যান্য যোগ্যতার ভিত্তিতে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাসঃ
চোপড়া ব্লক- ২৬ টি।
ইসলামপুর- ৬৩ টি।
গোয়ালপোখের ১- ২৬ টি।
গোয়ালপোখের ২- ৪৩ টি।
করণদিঘি- ৬৮ টি।

উপরোক্ত এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাব-সেন্টার গুলিতে এই আশা কর্মী নিয়োগ করা হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সম্পূর্ণ জানতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংক 

▶️ অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

▶️ প্রত্যেকদিন চাকরির খবর পেতে

Recent Posts
 Udemy Paid Courses for Free with Certificate
 মাধ্যমিক পাশেই রাজ্যের বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
 রাজ্যের ১৭১৯টি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
 ডিপ্লোমা পাশে HomeLane-এ ডিজাইনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি
 গ্রাম পঞ্চায়েত অফিসে BDSP-পদে নিয়োগের আবেদন চলছে
 পরীক্ষা ছাড়াই AAI-তে চাকরির সুযোগ
 পরীক্ষা ছাড়াই উচ্চ-মাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগ
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 মাধ্যমিক পাশেই বিডিও অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।