WhatsApp Group | JOIN HERE |
Telegram Channel (2500+ Members) | JOIN HERE |
Telegram Group (2000+ Members) | JOIN HERE |
West Bengal Jobs Updates | JOIN HERE |
Youtube Channel | SUBSCRIBE NOW |
রাজ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। আজকের এই চাকরির নিয়োগের ব্যাপারে আমরা জানাবো। গ্রাম পঞ্চায়েত অফিসে ‘বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার’ (BDSP) পদে নিয়োগ করা হবে। এইবার আমরা নিচে একে একে চাকরির তথ্যগুলি জানাবো।
নোটিশ মেমো নম্বরঃ 24/I/264/2021-22
নোটিশ প্রকাশের তারিখঃ 13.01.2022
পদের নামঃ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার (BDSP)
নিয়োগ সংস্থাঃ West Bengal State Rural Livelihoods Mission (State Mission Management Unit)
শিক্ষাগত যোগ্যতাঃ গ্রাম পঞ্চায়েত অফিসে BDSP-পদে জন্য যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে (কমার্স বিষয়ে গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার দেওয়া হবে)
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 25 – 45 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
বেতনঃ প্রতিদিন হিসেবে ৩০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়াঃ গ্রাম পঞ্চায়েত অফিসে BDSP-পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থানঃ উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক এবং হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে।
BDSP আবেদন প্রক্রিয়াঃ গ্রাম পঞ্চায়েত অফিসে BDSP-পদে নিয়োগের জন্য নিচে দেওয়া ছয়টি স্টেপ ফলো করুন।
Step-1 নিয়োগের অফিসিয়াল নোটিশটি নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করতে হবে।
Step-2 নোটিশের প্রথমে পেজেই আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে, ফর্মটি A4 পেজের কাগজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করার পর আবেদন করার ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে।
Step-4 ফর্ম ফিল আপ করার পর ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স সংযুক্ত করে দিতে হবে।
Step-5 তারপর সেগুলি নিয়ে একটি পিডিএফ (PDF) বানাতে হবে এবং একটি খামে ভরতে হবে।
Step-6 আবেদনপত্রের ঐ কাগজগুলিকে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এবং পিডিএফ ফাইলটিকে একটি ইমেলে পাঠাতে হবে।
আবেদনপত্রের হার্ড কপি পাঠানোর ঠিকানাঃ
আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক- To The Block Development Officer Amdanga Development Vill- Rafipur, P.O- Arkhali, Amdanaga, P.S- Amdanga, Dist- North 24 Pgs, Pin-743221.
হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লক- To The Block Development Officer Habra-I Development Block, Prafulla Nagar, Habra, Pin-743268.
আবেদনপত্রের PDF পাঠানোর ইমেলঃ
আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক- amdanga@gmail.com
হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লক- bdohabra1@gmail.com
আবেদন প্রক্রিয়া চলবে ১৬/০২/২০২২ তারিখের মধ্যে।
গুরুত্বপূর্ণ লিংক |
▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট |
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box