BSF Constable Recruitment 2022
বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে এই বিএসএফ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। BSF Constable Recruitment 2022

পদের নাম- কনস্টেবল।

মোট শূন্যপদ- ১৩৫৬ টি। পুরুষদের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ১১৮৪ টি এবং মহিলাদের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ১৭২ টি।

বয়স- ০১/০৮/২০১৯ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০২/০৮/১৯৯৬ থেকে ০১/০৮/২০০১ তারিখের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ করে থাকতে হবে।

আরও পড়ুন - মাধ্যমিক পাশেই ভারতীয় রেলে ২৪২২ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

শারীরিক যোগ্যতাঃ

উচ্চতা- মহিলাদের ক্ষেত্রে ১৫০ সেন্টিমিটার এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ১৬৫ সেন্টিমিটার।
ছাতি- শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৭৮ সেন্টিমিটার এবং ৫ সেন্টিমিটার প্রসারনের ক্ষমতা থাকতে হবে।
ওজন- পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনুযায়ী তার যথাযথ ওজন হতে হবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। www.rectt.bsf.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে লগইন করে আবেদন করতে হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক 

▶️ অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

▶️ রেজিস্ট্রেশন করুন

▶️ লগইন করুন

▶️ প্রত্যেকদিন চাকরির খবর পেতে

Recent Posts
 Udemy Paid Courses for Free with Certificate
 মাধ্যমিক পাশেই ভারতীয় রেলে ২৪২২ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 মাধ্যমিক পাশেই প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
 মাধ্যমিক পাশেই রাজ্যের বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
 রাজ্যের ১৭১৯টি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
 ডিপ্লোমা পাশে HomeLane-এ ডিজাইনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি
 গ্রাম পঞ্চায়েত অফিসে BDSP-পদে নিয়োগের আবেদন চলছে
 পরীক্ষা ছাড়াই AAI-তে চাকরির সুযোগ
 পরীক্ষা ছাড়াই উচ্চ-মাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগ