west-bengal-students-incentive-scheme

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে ৬ হাজার শূন্যপদে ইন্টার্ন নিয়োগ। আইটিআই, পলিটেকনিক ও স্নাতকস্তরের পাশ করা পড়ুয়াদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রতি বছর ৬ হাজার করে শূন্যপদে নিয়োগ। প্রার্থীদেরকে প্রতি মাসে মোটা অঙ্কের ভাতাও দেবে রাজ্য সরকার। সোমবার অর্থাৎ ৩১ই জানুয়ারী ২০২২ তারিখ পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কারা নিয়োগ করবেন, কীভাবে কাজ করবেন তাঁরা, সে সম্পর্কেও বিস্তারিত জানিয়ে দিলেন তিনি।

'স্টুডেন্ট ইনসেনটিভ স্কিম' কি?

সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পের নাম ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর স্নাতকস্তরের ৬ হাজার পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হবে। পাশাপাশি আইটিআই এবং পলিটেকনিকের পড়ুয়ারাও এই সুযোগ পাবেন। মিলবে ৫ হাজার টাকা ভাতাও। ৪০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যাবে। ইন্টার্নশিপের মেয়াদ হবে ১ বছর। তবে ভাল কাজ করলে ইন্টার্নশিপের মেয়াদ আরও বাড়বে। 

EduTalk with Krishna Sir - Telegram

প্রার্থীরা কি কাজ করবেন?

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানবে পড়ুয়ারা। কোথায় কীভাবে এই প্রকল্প বাস্তবায়িত হয়, তা তাঁরা শিখবেন হাতেকলমে। এই ইন্টার্নশিপের সময়সীমা থাকবে ১ বছর। তবে কর্মদক্ষতা অনুযায়ী ইন্টার্নশিপের সময়সীমা বৃদ্ধি হতে পারে। ইন্টার্নশীপ শেষ হওয়ার পর প্রার্থীদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে। পরে তাঁরা সেই সার্টিফিকেট বিভিন্ন কাজে লাগাতে পারবেন। উচ্চশিক্ষা এবং চাকরি জীবনেও কাজে লাগবে এই সার্টিফিকেট। উন্নততর মানুষ গড়ার লক্ষ্যেই এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী।

ইন্টার্নশিপের যোগ্যতা কি হতে হবে?

এদিন ৩১ই জানুয়ারি, সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের নাম হলো ‘স্টুডেন্ট ইন্সেন্টিভস স্কিম’। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর ৬ হাজার শূন্যপদে পড়ুয়াদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হবে। যেকোনো স্নাতকস্তরের পাশ করা পড়ুয়ারা এই ইন্টার্ন পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি আইটিআই ও পলিটেকনিক পাশ করা পড়ুয়ারাও আবেদনযোগ্য। স্নাতকস্তরে ৬০ শতাংশ নম্বর পেলেই অনলাইনে করা যাবে আবেদন। সেই আবেদন খতিয়ে দেখবে সিলেকশন বোর্ড। তারপর হবে নিয়োগ।

বয়স হতে হবে?

আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

কিভাবে আবেদন করবেন?

এই ইন্টার্নশিপ নিয়োগের জন্য একটি বোর্ড গঠন করা হবে। সংশ্লিষ্ট বোর্ড আবেদন গুলি যাচাই করে ৬ হাজার প্রার্থী নির্বাচন করে নিযুক্ত করবেন। পড়ুয়ারা নিজ নিজ এলাকার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন।

এই নিয়োগের আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তবে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলে edutalkwithkrishnasir.blogspot.com-এর পাতায় সর্বপ্রথম প্রকাশিত হবে।
Recent Posts
 Udemy Paid Courses for Free with Certificate
 মাধ্যমিক পাশে কলেজে গ্রূপ-সি ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
 সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ
 পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ
 সাব ডিভিশনাল অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ
 ইন্টারভিউ দিয়ে রাজ্যের স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ
 মাধ্যমিক পাশেই বিএসএফ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি
 মাধ্যমিক পাশেই ভারতীয় রেলে ২৪২২ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রাই সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রিতিমতো আমাদের ওয়েবসাইটকে ও অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।