পুরো দেশজুড়ে চাকরিপ্রার্থীদের জন্য একটি বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারের SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রায় ৮০০০ শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর এই পদে গুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন এর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল(CHSL) এক্সামিনেশন এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন পদের ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে, বয়স সীমা, নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত এই প্রতিবেদনে। SSC CHSL Recruitment Notification 2022.
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)/ জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA)
মূল বেতন- পে লেভেল ২ অনুযায়ী মূল বেতন ১৯,৯০০ থেকে ৬৩,২০০/- টাকা। সঙ্গে গ্রেড পে অন্যান্য ভাতা।
পদের নাম- পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (PA)/ সর্টিং অ্যাসিস্ট্যান্ট (SA)
মূল বেতন- পে লেভেল ৪ অনুযায়ী মূল বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০/- টাকা। সঙ্গে গ্রেড পে অন্যান্য ভাতা।
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
মূল বেতন- পে লেভেল ৪ অনুযায়ী মূল বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০/- টাকা এবং পে লেভেল ৫ অনুযায়ী মূল বেতন ২৯,২০০ থেকে ৯২,৩০০/- টাকা সঙ্গে গ্রেড পে অন্যান্য ভাতা।
আরও পড়ুন: মুর্শিদাবাদ জেলায় রেশম বন্ধু পদে নিয়োগ
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ (DEO)
মূল বেতন- পে লেভেল ৪ অনুযায়ী মূল বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০/- টাকা। সঙ্গে গ্রেড পে অন্যান্য ভাতা।
শূন্যপদের সংখ্যা- প্রতিবছর স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রায় ৭ থেকে ৮ হাজার শূন্যপদে নিয়োগ করা হয়ে থাকে। তবে এখনও পর্যন্ত এই নিয়োগের শূন্যপদের সংখ্যা প্রকাশ করেনি স্টাফ সিলেকশন কমিশন। আশা করা যায় কমবেশি ৮ শূন্যপদ থাকতে পারে এই নিয়োগের ক্ষেত্রে।
বয়স সীমা- এইসব পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন। SSC CHSL Recruitment Notification 2022.
শিক্ষাগত যোগ্যতা- লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর (DEO in C&AG বাদে) পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। এবং ডাটা এন্ট্রি অপারেটর Grade- A এবং ডাটা এন্ট্রি অপারেটর (C&AG) পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ। উচ্চ মাধ্যমিকের অংক বিষয়টি পড়ে থাকতে হবে।
আরও পড়ুন: বিএসএফ-এ ২৭৮৮টি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন করা যাবে ৭ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন ফি- অনলাইনে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, অবসরপ্রাপ্ত কর্মী ও মহিলা প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
পরীক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। শহর গুলি হল- আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা ও শিলিগুড়ি। অনলাইনে আবেদন করার সময় পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে পারবেন আবেদনকারীরা।
নিয়োগ পদ্ধতি- CBT- 1 ও CBT- 2 এই দুটি ধাপে নিয়োগ করা হবে।
আবেদন করুন - রেজিস্ট্রেশন করুন / লগইন করুন
অফিসিয়াল বিজ্ঞপ্তি - ডাউনলোড করুন
আবেদন করুন - রেজিস্ট্রেশন করুন / লগইন করুন
অফিসিয়াল বিজ্ঞপ্তি - ডাউনলোড করুন
Recent Posts
◐ Udemy Paid Courses for Free with Certificate | |
◐ বন দপ্তরে কর্মী নিয়োগ | |
◐ ভারতের সেন্ট্রাল রেলে কর্মী নিয়োগ, ২৪২২টি শুন্যপদে নিয়োগ | |
◐ CISF-এ হেড কনস্টেবল পদে নিয়োগ | |
◐ বিডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | |
◐ রাজ্যে ৬ হাজার শূন্যপদে ইন্টার্ন নিয়োগ। | |
◐ মাধ্যমিক পাশে কলেজে গ্রূপ-সি ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ | |
◐ WhatsApp Group Link 2021-22: Free Job Alerts | |
◐ সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ | |
◐ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ |
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রাই সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রিতিমতো আমাদের ওয়েবসাইটকে ও অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box