পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য দারুন চাকরির সুযোগ। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড এ মাইনিং স্যারদার ( Mining Sirdar ), টি অ্যান্ড এস-এ গ্রুপ-সি পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন আমন্ত্রণ জানিয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২০ই ফেব্রুয়ারি ২০২২ থেকে শুরু হবে এবং ১০ই মার্চ ২০২২ তারিখে শেষ হবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মোট শূন্যপদ কত, বয়স সীমা কত হতে হবে, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন। Eastern Coalfields Limited Recruitment 2022
মোট শূন্যপদ- ৩০৯টি শূন্যপদে নিয়োগ।
আরও পড়ুন- CISF-এ হেড কনস্টেবল পদে নিয়োগ
বয়স সীমা- Mining Sirdar পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম- প্রতি মাসে ৩১,৮৫২.৫৬ টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন প্রতিষ্ঠান থেকে ১০+২/১২তম শ্রেণী পাস বা সমমানের সাথে ম্যাট্রিক। কয়লা খনিতে মাইনিং স্যারদার ( Mining Sirdar ) পদে আবেদন করার জন্য ডিজিএমএস( DGMS ) দ্বারা স্বীকৃত যোগ্যতার শংসাপত্রের বৈধ মাইনিং স্যারদারশিপ( Mining Sirdarship ) সার্টিফিকেট থাকতে হবে। (অথবা) কয়লা খনিতে মাইনিং স্যারদার ( Mining Sirdar ) পদে আবেদন করার জন্য ডিজিএমএস দ্বারা স্বীকৃত বৈধ সংবিধিবদ্ধ দক্ষতার শংসাপত্র সহ মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। সঙ্গে থাকতে হবে বৈধ গ্যাস পরীক্ষার সার্টিফিকেট এবং বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা / ট্রেড পরীক্ষা
আবেদন পদ্ধতি- যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের ইস্টার্ন কোল এর অফিসিয়াল ওয়েবসাইট (www.easterncoal.gov.in) নিয়োগ পৃষ্ঠার মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০ ফেব্রুয়ারী, ২০২২ থেকে অনলাইনে আবেদন হবে, অনলাইন আবেদনের করার শেষ তারিখ ১০ মার্চ, ২০২২।
আবেদন পত্র- ডাউনলোড করুন।
আবেদন করুন- এখানে ক্লিক করে। (আবেদন প্রক্রিয়া শুরু হলে লিংকটি ওপেন হয়ে যাবে)
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box