rsmssb recruitment 2022

সমস্ত টেকনিকাল চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ। RSMSSB অর্থাৎ রাজস্থান অধস্তন এবং মন্ত্রী পরিষেবা নির্বাচন বোর্ড (Rajasthan Subordinate and Ministerial Services Selection Board)-এর পক্ষ থেকে জুনিয়ার ইঞ্জিনিয়ার (Junior Engineers) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিপ্লোমা পাশেই জুনিয়ার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ। প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। ভারতের যেকোন জায়গা থেকেই পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত হতে হবে, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন। RSMSSB DIRECT RECRUITMENT OF JEN - 2022 
পদের নাম- জুনিয়ার ইঞ্জিনিয়ার (Junior Engineers)

মোট শূন্যপদ- ১০৯২টি শূন্যপদে নিয়োগ। নিচে বিস্তারিত দেখুন। 

পদের নাম
মোট শূন্যপদ

জুনিয়ার ইঞ্জিনিয়ার - (Mechanical/ Electrical - Diploma Holder)

২৬

জুনিয়ার ইঞ্জিনিয়ার - (Electrical - Degree Holder)

৪৪

জুনিয়ার ইঞ্জিনিয়ার - (Civil - Degree Holder)

৭৭১

জুনিয়ার ইঞ্জিনিয়ার - (Mechanical/Electrical - Degree Holder)

৩৭

জুনিয়ার ইঞ্জিনিয়ার - (Electrical - Diploma Holder)

১১

জুনিয়ার ইঞ্জিনিয়ার - (Civil - Diploma Holder)

২০৩


বয়স সীমা- নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জেনে নিন
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং শাখায় (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/সিভিল) ৩ বছরের ডিপ্লোমা পাশ করলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন

নির্বাচন প্রক্রিয়াএক্ষেত্রে প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং তার পরে ইন্টারভিউ এর মাদ্ধমে নিয়োগ করা হবে।


আবেদন ফী- আবেদন করতে গেলে সাধারণ / ওবিসি ক্রিমি লেয়ার বিভাগের প্রার্থীদের জন্য ৪৫০ টাকা। ৩৫০ টাকা ওবিসি নন ক্রিমি লেয়ার / বিসি বিভাগের প্রার্থীদের জন্য। SC / ST শ্রেণীর প্রার্থীদের জন্য ২৫০ টাকা লাগবে।

আবেদন পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের রাজস্থান সিঙ্গেল সাইন অন (SSO) এর অফিসিয়াল পোর্টাল (sso.rajasthan.gov.in) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।অনলাইনে আবেদন করতে পারবেন ১৯ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
wbjobsupdates
অফিসিয়াল বিজ্ঞপ্তি - ডাউনলোড করুন

আবেদন করুন - এখানে ক্লিক করে