পশ্চিমবঙ্গের KENDRIYA VIDYALAYA RAIGANJ-এ সরাসরি ইন্টারভিউয়ের মাদ্ধমে কন্ট্রাকচুয়াল শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত একটি সম্পূর্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়গের ক্ষেত্রে ভালো একটি বিষয় হচ্ছে, কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ করা হচ্ছে 2022-2023 সেশনের জন্য। তাই যারা এই চাকরির জন্য আবেদন করার কথা ভাবছেন তারা অবশ্যই আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন।
Contractual Teacher পদে নিয়োগ, ইন্টারভিউয়ের মাদ্ধমে নিয়োগ।

Kendriya Vidyalaya Raiganj Contractual Teacher Recruitment

Post Name (পদের নাম)

  1. পোষ্ট গ্র্যাজুয়েট টিচার (PRT) 
  2. ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার (TGT)
  3. PGT কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইন্সট্রাকটার 
  4. PRT মিউজিক, যোগা, নার্স 
west bengal job

Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)

(1) বিভাগীয় পদের নাম- পোষ্ট গ্র্যাজুয়েট টিচার (PRT)

এই পদের ক্ষেত্রে হিন্দি, ইংরেজি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, গনিত, ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে।

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

নির্দিষ্ট বিষয়ে দুই বছরের পোষ্ট গ্র্যাজুয়েট ইন্টিগ্রেটেড M.A./ M.Sc. কোর্স করতে হবে। 

(2) বিভাগীয় পদের নাম- ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার (TGT)

এই পদের ক্ষেত্রে ইংরেজি, গনিত, সায়েন্স (বায়ো), সোশ্যাল সায়েন্স এবং সংস্কৃত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে।

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

অন্ততপক্ষে ৫০% নম্বর পেয়ে চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স করা থাকতে হবে অথবা  কমপক্ষে 50% নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। CTET পেপার-2 পাশ করতে হবে। B.Ed. ট্রেনিং কোর্স করা থাকতে হবে। সেইসাথে হিন্দি এবং ইংরেজি মিডিয়ায় শিক্ষন দক্ষতা থাকতে হবে।

(3) বিভাগীয় পদের নাম- PGT কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইন্সট্রাকটার 

এই পদের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইন্সট্রাকটার বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে।

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

৫০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। D.El.Ed কোর্স করা থাকতে হবে। CTET পেপার-1 পাশ করে থাকতে হবে। সেইসাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।  

(4) বিভাগীয় পদের নাম- PRT মিউজিক, যোগা, নার্স 

 এই পদের ক্ষেত্রে মিউজিক, যোগা এবং নার্স বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে।

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

নির্দিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং সেইসাথে ডিপ্লোমা করা থাকতে হবে। 

Selection Procedure (নিয়োগ প্রক্রিয়া)

Walk-in-Interview অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

ইন্টারভিউয়ের তারিখ

পোষ্ট গ্র্যাজুয়েট টিচার (PRT) এবং ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার (TGT) পদের জন্য ইন্টারভিউ হবে- ২৫/০২/২০২২ তারিখে। 
বাকি পদ্গুলির ক্ষেত্রে ইন্টারভিউ হবে ২৬/০২/২০২২ তারিখে।

ইন্টারভিউয়ের দিন করনীয়

অফিসিয়াল নোটিশে আবেদন করার জন্য বায়োডাটার আকারে একটি ফর্ম দেওয়া রয়েছে। ঐ ফর্মটি আবেদনকারীকে সঠিকভাবে পূরন করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আলাদা করে আগে থেকে আবেদন করার বা আবেদনপত্র পাঠানোর কোনো দরকার নেই।

অফিসিয়াল বিজ্ঞপ্তি - ডাউনলোড করুন

আবেদনের ফর্ম - ডাউনলোড করুন

নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট- এখানে ক্লিক করুন
Recent Posts
 Indian Navy-তে কর্মী নিয়োগ, ১৫৩১ টি শূন্যপদ।
 ডিপ্লোমা পাশে ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ।
 মাধ্যমিক পাশে রেশম বন্ধুতে কর্মী নিয়োগ।
 RBI-তে কর্মী নিয়োগ, ৯৫০ টি শূন্যপদ।
 ইন্ডিয়ান পোষ্টে নিয়োগের বিজ্ঞপ্তি, ৬৩হাজার টাকা পর্যন্ত বেতন।
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 ডিপ্লোমা পশে 285টি Junior Engineers পদে নিয়োগ।
 মাধ্যমিক পশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, প্রচুর শূন্যপদ।
 Udemy Paid Courses for Free with Certificate
 বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ।
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রায় সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রীতিমতো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।
kendriya vidyalaya raiganj recruitment 2021, kendriya vidyalaya darjeeling, kendriya vidyalaya siliguri online admission for class 11, kendriya vidyalaya raninagar admission 2020, malda kendriya vidyalaya admission 2021-22, kendriya vidyalaya malda address, raiganj bsf camp, kendriya vidyalaya sukna photos 

Frequently Asked Questions (FAQ)

Q 1. What is a contract teacher?
Ans. Contract Teacher refers to any teacher who has been regularly appointed by a school district for a probationary period of three school years and who has been retained for the next school year.

Q 2. Why teachers contract?
Ans. According to the education sector, the use of teacher contracts to improve the working conditions of teachers gained popularity in the 1960s and 1970s. The teacher agreement is a legally binding agreement between the school district and the teacher.

Q 3. Is teaching a contract job?
Ans. Teachers are usually given a contract for a year or more during which they can rely on continued employment. However, they may receive notice that the school district is not planning to renew their contract and may be surprised at their legal rights in this situation.