রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুন একটা চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ব্লক ডেভেলপমেন্ট অফিসে ডাটা এন্ট্রি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই প্রার্থী নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
West Bengal Government DEO (Group- C) Recruitment
Post Name (পদের নাম)
- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
Total vacancies (শূন্যপদ)
- রাজ্যে ব্লক অফিসে ডাটা এন্ট্রি পদের জন্য মোট ১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Salary (বেতন কত)
- এক্ষেত্রে প্রতি মাসে ১৩,০০০টাকা।
Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
UGC অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক এবং সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান কম্পিউটার অ্যাপ্লিকেশনে অন্ততপক্ষে এক বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও MS- Office এবং ইন্টারনেটের কাজ জানতে হবে।
Age Limit (বয়সসীমা)
- ০১/১১/২০২১ তারিখ হিসাবে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি)
আবেদনকারী প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
১) সম্প্রতি তোলা ফটো।
২) বয়সের প্রমাণপত্র।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) কম্পিউটার অ্যাপ্লিকেশন এর সার্টিফিকেট।
৫) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
আবেদন পদ্ধতি
এই পদে আবেদন করার জন্য আলাদা করে কোনো আদনপত্র পূরণ করতে হবে না। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র জমা দিতে হবে।
Interview Date (ইন্টারভিউ তারিখ)
ইন্টারভিউ এর তারিখ– ০৯/০৩/২০২২, ইন্দপুর ডেভলপমেন্ট ব্লক অফিস।
নিয়োগের স্থান- বাঁকুড়া জেলার অন্তর্গত ইন্দপুর ব্লগ ডেভলপমেন্ট অফিসে।
Recent Posts
Click Here
◐ মাধ্যমিক পাশে রেশম বন্ধুতে সরাসরি ইন্টারভিউয়ের মাদ্ধমে কর্মী নিয়োগ। | |
◐ WhatsApp Group Link 2021-22: Free Job Alerts | |
◐ ভারতের ইস্ট কোস্ট রেলে কর্মী নিয়োগ | |
◐ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলে নিয়োগ। | |
◐ Udemy Paid Courses for Free with Certificate | |
◐ Contractual Teacher পদে নিয়োগ, ইন্টারভিউয়ের মাদ্ধমে নিয়োগ। | |
◐ Indian Navy-তে কর্মী নিয়োগ, ১৫৩১ টি শূন্যপদ। | |
◐ ডিপ্লোমা পাশে ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ। | |
◐ RBI-তে কর্মী নিয়োগ, ৯৫০ টি শূন্যপদ। |
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রায় সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রীতিমতো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box