পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট সুযোগ। ভারতের ইস্ট কোস্ট রেলে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেনটিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্রেনটিস নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে। মাধ্যমিক পাশ এবং আরো একটি যোগ্যতায় এতে আবেদন করতে পারা যাবে। কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগতা কি  লাগবে মোট শূন্যপদ কত এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিন এই প্রতিবেদনে। 
East Coast Railway 756 Apprentice Recruitment

East Coast Railway 756 Apprentice Recruitment

Post Name (পদের নাম)

  • ট্রেড অ্যাপ্রেনটিস (Trade Apprentice)

Total Vacancies (শূন্যপদ)

  • মোট ৭৫৬ টি শুন্যপদে নিয়োগ করা হবে। 

স্টাইপেন্ড

  • রেলওয়ে অ্যাপ্রেনটিস নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড বা বেতন দেওয়া হবে। 

যেসমস্ত ইউনিটে নিয়োগ করা হবে

1) CARRIAGE REPAIR WORKSHOP, MANCHESWAR, BHUBANESWAR.
2) KHURDA ROAD DIVISION
3) WALTAIR DIVISION
4) SAMBALPUR DIVISION

East Coast Railway Vacancy

যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবে

ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, রেফ্রিজারেশান অ্যান্ড A.C. মেকানিক, ওয়ারম্যান, কার্পেন্টার, শীট মেটাল ওয়ার্কার, পেইন্টার, মেকানিক MV, টার্নার, D/MAN (MECH.), D/MAN (Civil), ইলেকট্রনিক Mech, প্লাম্বার, মেসন। 

west bengal job

Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

মাধ্যমিক পাশ করতে হবে এবং নির্দিষ্ট ট্রেডের NCVT/SCVT এর স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (ITI সার্টিফিকেট) থাকতে হবে।

Age limit (বয়সসীমা)


আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবে। 

Application fee (আবেদন ফি)

আবেদনকারীকে ১০০ টাকা আবেদন ফি বাবদ পে করতে হবে। সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। ST, SC, PWD এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। 

Recruitment Procedure (নিয়োগ পদ্ধতি)

  • মাধ্যমিক এবং ITI এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।

Application Procedure (আবেদন পদ্ধতি)

যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনকারীকে লগ ইন করে যাবতীয় দরকারি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। শেষে আবেদন ফি জমা করে আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার রেজিস্ট্রেশন লিংক এবং লগ ইন করার লিংক নিচে দেওয়া হয়েছে। 

আবেদন জমা করার শেষ তারিখ ৭ই মার্চ ২০২২।