পশ্চিমবঙ্গে ফের রেশম চাষীদের উন্নয়ন ভিত্তিক প্রকল্পে কাজ করার জন্য রেশম বন্ধু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের বস্ত্র দপ্তরের অধীনস্থ সেরিকালচার কমিশনারের অফিস থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সম্পূর্ণ এক বছরের জন্য অস্থায়ী পদে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
Resham Bandhu Recruitment 2022
Post Name (পদের নাম)
- রেশম বন্ধু
কাজের বিবরণ-
- প্রতি ১৫ দিনের কাজের বিবরণ স্থানীয় বেথুয়াডহরি রেশম শিল্প কার্যালয়ে জমা দিতে হবে।
Total vacancies (শূন্যপদ)
- রেশম বন্ধু পদের জন্য মোট ১ টি শূন্যপদ রয়েছে।
Salary (বেতন কত)
- Resham Bandhu পদের জন্য প্রতি মাসে বেতন বাবদ ৫০০০/- টাকা দেওয়া হবে।
Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। রেশম চাষ এলাকায় যাতায়াত ও যোগাযোগ রাখার জন্য প্রার্থীর অবশ্যই একটা সাইকেল ও স্মার্টফোন থাকতে হবে। এছাড়াও প্রার্থীর যেকোনো রাষ্ট্রয়ত্ত সরকারি ব্যাংকে সেভিংস একাউন্ট থাকতে হবে।
Age Limit (বয়সসীমা)
১লা জানুয়ারী ২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি)
আবেদনকারী প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
দরখাস্ত পাঠানোর ঠিকানা- উপঅধিকর্তা, রেশম শিল্প, রেশম ভবন, বনশ্রীপাড়া লেন, কৃষ্ণনগর, নদীয়া, পিন- ৭৪১১০১
চাকরির খবরঃ বন দপ্তরে কর্মী নিয়োগ চলছে
প্রয়োজনীয় নথি-
১) আধার কার্ড।
২) ভোটার কার্ড।
৩) মাধ্যমিক পাশ মার্কসিট ও সার্টিফিকেট।
৪) সেরিকালচার প্রশিক্ষণের সার্টিফিকেট।
৫) রেশম চাষ পরিবারভুক্ত জেলা সার্টিফিকেট।
৬) বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক এডমিট কার্ড।
৭) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
Interview Date (ইন্টারভিউ তারিখ)
১৭ মার্চ, ২০২২। সকাল ১১ টা ৩০ মিনিট।
স্থান- রেশন দপ্তর এর কার্যালয়, কৃষ্ণনগর, নদিয়া
আরও পড়ুন
How to apply Resham Bandhu Recruitment 2022? (আবেদন পদ্ধতি)
আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে সাদা কাগজে দরখাস্ত লিখে তার সঙ্গে প্রয়োজনীয় উক্ত ডকুমেন্ট যোগ করে মুখবন্ধ খামে স্পিড পোস্ট অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ০২/০৩/২০২২ থেকে ১০/০৩/২০২২ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box