Government Jobs: রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Job vacancy of Assistant Teacher in Ramakrishna Mission

Job vacancy of Assistant Teacher in Ramakrishna Mission

Post Name (পদের নাম)

রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ চলছে।

যে সকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে- ভূগোল, কম্পিউটার।
west bengal job

Required Eligibility Criteria (প্রয়োজনীয় যোগ্যতা)

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

১) ভূগোল বিষয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা- ভূগোলে স্নাতক অথবা স্নাতকোত্তর করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই ভালো ইংরেজি বলা জানতে হবে।

২) কম্পিউটার বিষয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্সে স্নাতক করে থাকতে হবে।

প্রত্যেকদিন রীতিমতো freejob alert পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন (vacancy job alert) - Join Now

Application Procedure (আবেদন পদ্ধতি)

রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলে ভূগোল এবং কম্পিউটার শিক্ষক পদের জন্য আবেদনকারীকে  ইমেইলের মাধ্যমে তার C.V. পাঠাতে হবে। আবেদনকারীকে বায়োডাটা (C.V.) পাঠাতে হবে rkmvidyapithpurulia@gmail.com এই ইমেইলের মাদ্ধমে।

Recruitment Procedure (নিয়োগ পদ্ধতি)

লিখিত পরীক্ষা, শ্রেণিকক্ষে পড়ানোর দক্ষতা, ওরাল টেস্ট এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে। এই পদে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন।

Examination fee (পরীক্ষার ফি)

পরীক্ষার ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে।

যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে
১) সেল্ফ অ্যাটেস্টেড করার মাধ্যমিকের এডমিট কার্ড।
২) সেল্ফ অ্যাটেস্টেড করার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) সেল্ফ অ্যাটেস্টেড করা আধার কার্ড অথবা ভোটার কার্ড।
৪) সম্প্রতি তোলা দু কপি পাসপোর্ট সাইজ ফটো।

নিয়োগের স্থান
  • পুরুলিয়া জেলায় অবস্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলে।
প্রার্থী নির্বাচন করার তারিখ- ২৭/০২/২০২২ সকাল ১১ টা।

Recent Posts
 Contractual Teacher পদে নিয়োগ, ইন্টারভিউয়ের মাদ্ধমে নিয়োগ।
 Indian Navy-তে কর্মী নিয়োগ, ১৫৩১ টি শূন্যপদ।
 ডিপ্লোমা পাশে ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ।
 মাধ্যমিক পাশে রেশম বন্ধুতে কর্মী নিয়োগ।
 RBI-তে কর্মী নিয়োগ, ৯৫০ টি শূন্যপদ।
 ইন্ডিয়ান পোষ্টে নিয়োগের বিজ্ঞপ্তি, ৬৩হাজার টাকা পর্যন্ত বেতন।
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
 ডিপ্লোমা পশে 285টি Junior Engineers পদে নিয়োগ।
 মাধ্যমিক পশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, প্রচুর শূন্যপদ।
 Udemy Paid Courses for Free with Certificate
প্রথমেই বলে রাখি edutalkwithkrishnasir.blogspot.com কোনো নিয়োগের সংস্থা নয় বা কোনো জব প্রদান করে না। এটি একটি মাধ্যম যা প্রায় সারা দেশ অথবা রাজ্য জুরে সমস্ত নিয়োগের তথ্য সরবরাহ করে। যার কারনে আপনারা সহজেই নিয়োগের তথ্যগুলি সমন্ধে বিস্তারিত জানতে পারেন। উপরোক্ত বিষয়বস্তুগুলি শুধুমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য। বিষয়বস্তুগুলি সমন্ধে বিস্তারিত জানতে ও আবেদন করতে রীতিমতো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে অনুসরন করুন।
ekalyan, kalyan, latest govt jobs, Assistant Teacher, tntrb