কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব - ২

Bengali Current Affairs
Bengali Current Affairs

নমস্কার বন্ধুরা , আজ EDUTALK WITH KRISHNA SIR এর আয়োজিত Current Affairs পর্বে থাকছে ১০ই আগস্ট ২০২১ তারিখের কারেন্ট আফিয়ার্স, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা এর জন্য বেশ উপযোগী। আমাদের এই অনলাইন Current Affairs পর্ব গুলি গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। 

10th August 2021 Bengali Current Affairs
১. সম্প্রতি প্রয়াত অনুপম শ্যাম কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
ⓐ অভিনয়
ⓑ সঙ্গীত
ⓒ সংবাদ পরিবেশক
ⓓ ক্রিকেট

২. ডিজেল হোম ডেলিভারি দেওয়ার জন্য "Fuel Humsafar" ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সংস্থা?
ⓐ IOCL
ⓑ HPCL
ⓒ BPCL
ⓓ কোনোটিই নয়

৩. HomeLane কোম্পানির 1st brand ambassador হিসেবে নিযুক্ত হলেন কোন Cricketer?
ⓐ বিরাট কোহলি
ⓑ সুরেশ রায়না
ⓒ শচীন টেন্ডুলকার
ⓓ এম.এস. ধোনি

৪. কোন দেশের সাথে ‘Zayed Talwar 2021’-নামে নৌসেনা অনুশীলন শুরু করলো INDIA?
ⓐ মালদ্বীপ
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ সংযুক্ত আরব আমিরাত
ⓓ সৌদি আরব

৫. টেস্ট ক্রিকেটে সবথেকে Wicket নেওয়া খেলোয়াড়দের তালিকায় James Anderson-এর স্থান কত?
ⓐ প্রথম
ⓑ তৃতীয়
ⓒ দ্বিতীয়
ⓓ চতুর্থ

৬. “The Year That Wasn’t – The Diary of a 14-Year-Old” বইটি কে লিখলেন?
ⓐ সুকন্যা দাস
ⓑ বর্ষা যাদব
ⓒ মৌসুমী মজুমদার
ⓓ বৃশা জৈন

৭. World Lion Day পালন করা হয় কবে?
ⓐ ৫ই আগস্ট
ⓑ ১৫ই আগস্ট
ⓒ ১০ই আগস্ট
ⓓ ১১ই আগস্ট


৮. কোন দেশের INS-2B Satelliteটি মহাকাশে লঞ্চ করবে ISRO?
ⓐ নেপাল
ⓑ শ্রীলংকা
ⓒ ভুটান
ⓓ মায়ানমার

৯. টোকিও অলিম্পিকে ভারত মোট কয়টি মেডেল জিতলো?
ⓐ ৬টি
ⓑ ৭টি
ⓒ ৫টি
ⓓ ৮টি

১০. Cabinet Secretary রাজীব গৌবার কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো?
ⓐ ১ বছর
ⓑ ২ বছর
ⓒ ৩ বছর
ⓓ ৪ বছর




Recent পোস্ট