GK Question & Answer in Bengali Part -1
নমস্কার বন্ধুরা , আজ EDUTALK WITH KRISHNA SIR এর আয়োজিত GK Question & Answer পর্বে থাকছে মোট ২০টি বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা এর জন্য বেশ উপযোগী। আমাদের এই অনলাইন ক্যুইজ পর্ব গুলি গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে।GK
MCQ questions and answers in Bengali
Part - 1
Question 1.
বিশ্বের বৃহত্তম মরুভূমি__
[A] থর মরুভুমি
[B] সাহারা মরুভুমি
[C] গোবি মরুভুমি
[D] সোনোরান মরুভুমি
Question 2.
কেন্দ্রীয় ধান গবেষনারগারটি কোথায় অবস্থিত?
[A] চেন্নাই
[B] বেঙ্গালুরু
[C] কোলকাতা
[D] কটক
Question 3.
মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?
[A] ভারত
[B] চীন
[C] ভুটান
[D] নেপাল
Question 4.
কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী?
[A] ধান
[B] চা
[C] গম
[D] তুলা
Question 5.
নিচের কোন শহরটি ”ভারতের প্রবেশদ্বার” নামে পরিচিত?
[A] চেন্নাই
[B] মুম্বাই
[C] নিউ দিল্লী
[D] কোলকাতা
Question 6.
কোন দেশকে “উদীয়মান সূর্যের দেশ” বলা হয়?
[A] রাশিয়া
[B] জাপান
[C] চীন
[D] অস্ট্রেলিয়া
Question 7.
ভারতের গোলাপি শহর বলা হয়__
[A] কর্ণাটক
[B] জয়পুর
[C] কোলকাতা
[D] মানালি
Question 8.
ভারতের কোন রাজ্যে মরুভুমি রয়েছে?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] রাজস্থান
[D] কর্ণাটক
Question 9.
কোন গভর্নর জেনারেল ‘সতীদাহ প্রথা’ নিষিদ্ধ করেন?
[A] লর্ড ক্লাইভ
[B] লর্ড উইলিয়াম বেন্টিক
[C] লর্ড ডালহৌসি
[D] লর্ড কার্জন
Question 10.
ভারতের দীর্ঘতম নদী হল-
[A] গঙ্গা
[B] যমুনা
[C] কাবেরী
[D] ব্রহ্মপুত্র
Question 11.
নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়?
[A] ইস্পাত
[B] নিকেল
[C] কোবাল্ট
[D] পিতল
Question 12.
কচ্ছপ নিচের কোন শ্রেণীভুক্ত?
[A] সরীসৃপ
[B] উভচর
[C] মৎস
[D] স্তন্যপায়ী
Question 13.
রক্তচাপ পরিমাপে আমরা ব্যবহার করি?
[A] স্টিরিওস্কোপ
[B] স্ফিগমোনোমিটার
[C] অ্যানিমোমিটার
[D] থার্মোমিটার
Question 14.
আকাশ নীল কেন?
[A] সমুদ্রে প্রতিফলনের জন্য।
[B] ওজন স্তরের জন্য।
[C] মহাশূন্যে নীলাভ গ্যাসের উপস্থিতির জন্য।
[D] বায়ুমন্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য।
Question 15.
কোন মশা Yellow Fever এর বাহক?
[A] অ্যানোফিলিস
[B] হেমাগোগাস
[C] এডিস মশা
[D] কিউলেক্স
Question 16.
দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে?
[A] পিয়েরি কুরি
[B] ব্রাটান্ড রাসেল
[C] টমাস এডিসন
[D] লুই ব্রেইল
Question 17.
কোন বাঙালি গ্রন্থকার “আনিলা দেবী” ছদ্মনাম ব্যবহার করতেন?
[A] প্রতিভা বসু
[B] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[C] কমল মজুমদার
[D] রাধারানী দেবী
Question 18.
ফারেনহাইট স্কেলের 14° । সেন্টিগ্রেড স্কেলে কত?
[A] 0° – 10°
[B] 0°
[C] 14°
[D] 24°
Question 19.
পতঙ্গদের কত জোড়া পা আছে?
[A] 4 জোড়া
[B] 2 জোড়া
[C] 5 জোড়া
[D] 3 জোড়া
Question 20.
পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি??
[A] সিডনি
[B] বেজিং
[C] নিউইয়র্ক
[D] টোকিও
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box